ধামইরহাটে যুবকের ঝু ল ন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

- আপডেট সময় : ১২:৪৬:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে
ধামইরহাটে যুবকের ঝু ল ন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
নওগাঁর ধামইরহাটে জাহিদ হাসান সুমন (২৭) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (৫ জুলাই) সকালে উপজেলার আগ্রাদ্বিগুণ ইউনিয়নের ভাতগ্রাম (ডাঙ্গাপাড়া) গ্রামে তার নিজ বাড়ির শয়ন ঘর থেকে তার ঝুলন্ত মরদেহটি উসশার করে পুলিশ। মৃত জাহিদ হাসান সুমন ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে এবং পেশায় একজন কাপড় ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জাহিদ হাসান সুমন একজন কাপড় ব্যবসায়ী, তার একাধিক স্ত্রী রয়েছে এবং তিনি মাদক সেবন করত। প্রতিদিনের মতো শুক্রবার (৪ জুলাই) রাতের খাবার খেয়ে সে নিজের ঘরে ঘুমাতে যায়। শনিবার সকালে পরিবারের লোকজন তাকে অনেক ডাকাডাকি করেও তার কোনো সাড়া না পেয়ে ঘরে উঁকি দইয়ে তাকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে থাকতে দেখেন। স্থানীয়রা বিষটি টের পেয়ে সেখানে আসে এবং পুলিশে খবর দেয়। পরে এদিন দুপুরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনের ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মানসিক চাপে হতাশাগ্রস্ত হয়ে সে আত্মহত্যা করেছে বলে পুলিশ ও স্থানীয়দের ধারণা।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমাম জাফর এর সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এবিষয়ে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।