ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়া থেকে ১১ বছরের শিশু শিমুল নিখোঁজ ঢাকায় ব্যবসায়ীকে নৃ শং স হ/ত্যা র প্রতিবাদে রাবিতে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ে বিএনপির ৩১ দফা নিয়ে ব্যারিস্টার নওশাদ জমিরের জনসংযোগ পঞ্চগড়ে বিএম কলেজের অধ্যক্ষ দিলু কারাগারে বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় দুই পরীক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা; ১ জনের মৃত্যু পঞ্চগড়ে তিনদিন ব্যাপী অভিনয় প্রশিক্ষণ কর্মশালা শুরু পঞ্চগড়ে ডায়াগনস্টিক সেন্টারে সেনাবাহিনীর অভিযান মালিককে জরিমানা ঝিনাইগাতীতে সেনা সদস্য ও তার পরিবারের বিরুদ্ধে এলাকাবাসীদের মানববন্ধন সীমান্তবর্তী নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৬০ বোতল বিদেশী মদ জব্দ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযান: একজনকে ১০ দিনের কারাদণ্ড

ধামইরহাটে ঈদুল আযহাকে সামনে রেখে এখন ব্যাস্ত সময় পার করছেন কামাররা

মোঃ নূর সাঈদ, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৩২:০৪ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ১৯০ বার পড়া হয়েছে

collected picture

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধামইরহাটে ঈদুল আযহাকে সামনে রেখে এখন ব্যাস্ত সময় পার করছেন কামাররা

ধামইরহাটে ঈদুল আযহাকে সামনে রেখে এখন ব্যাস্ত সময় পার করছেন কামাররা। আগামী ৭ জুন পবিত্র ঈদুল আযহা অর্থাৎ কুরবানী ঈদ, ঈদকে সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন ধামইরহাটের কামাররা।

এই ঈদে গরু ছাগল মহিষ কুরবানী পশু হিসেবে জবাই করা হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুরবানী পশু জবাই চলে, এ-সব পশু গোশত কাটতে দা বটি ছুরি ছোরা চাপাতি ইত্যাদি ধাতব হাতিয়ার অপরিহার্য। তাই ঈদুল আযহাকে সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন ধামইরহাট উপজেলার হাটখোলা ও টিএন্ডটি বাজারের কামার শিল্পীরা। টুংটাং শব্দে দিন-রাত চলছে কামার পাড়ায় চাপাতি, দা, বটি, ছুরি তৈরি ও শানের কাজ। তৈরি করছেন এসব দা, ছুরি, কুড়াল, বটি, চাপাতি ও বটিসহ নানান ধারালো অস্ত্র। কেউ আবার পুরনো দা, ছুরি, বটি ঝালাই দিয়ে ধারালো করে নিচ্ছেন। কয়লার দগদগে আগুনে লোহাকে পুড়িয়ে পিটিয়ে তৈরি করছেন সব ধারালো সামগ্রী। তবে এসব তৈরিতে এখনো আধুনিকতার কোন ছোঁয়া লাগেনি। পুরানো সেকালের নিয়মেই চলছে আগুনে পুড়ে লোহা হতে ধারালো সামগ্রী তৈরির কাজ।

মুসলিম ধর্মের অনুসারীরা আল্লাহকে রাজি করতে পশু জবাই করে থাকে। এই পশু জবাইয়ের জন্য প্রয়োজন হয় বিভিন্ন ধরনের সরঞ্জামাদি। মাংস কাটা ও কুরবানির পশু জবাই করার বিভিন্ন ধাপে ছুরি, দা, চাপাতি এসব ব্যবহার করা হয়। তাই পশু কুরবানিকে কেন্দ্র করে কামার শিল্পীরা ব্যস্ত সময় পার করছে। দগদগে আগুনে গরম লোহা পিটাপিটিতে মুখর হয়ে উঠেছে পাবনা জেলা বিভিন্ন কামার পল্লীগুলো। প্রস্তুত করছেন জবাই সামগ্রী। ঈদে শত শত গরু, খাসি, ভেড়া, মহিষ ইত্যাদি পশু কুরবানি করা হয়ে থাকে। এসব পশু জবাই থেকে শুরু করে রান্নার চুড়ান্ত প্রস্তুত পর্যন্ত দা-বঁটি, ছুরি, চাপাতি ইত্যাদি ধাতব হাতিয়ার আবশ্যকীয় হয়ে যায়। ঈদের আগেই পশু জবাই করার ছুরি, চামড়া ছাড়ানোর ছুরি, চাপাতি, প্লস্টিক ম্যাট, চাটাই, গাছের গুঁড়িসহ সবকিছু প্রস্তুত রাখতে হয়।

সোমবার (২ জুন) বিভিন্নি কামারের দোকান পরিদর্শন করে দেখা যায়, ছুরি আকার ভেদে ১০০- ১২০- ৬০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। সদর উপজেলাসহ অন্যান্য হাটবাজারেও কামার কারিগরদের উৎপাদিত দা-ছুরি বিক্রি করা হয়। তারা আরো জানান, এ পেশায় অধিক শ্রম দিতে হয়। জীবিকা নির্বাহে কষ্ট হলেও শুধু বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখতে এ পেশাটিকে তারা এখনও আঁকড়ে ধরে আছেন। বিভিন্ন সময় এসবের চাহিদা কম থাকলেও কুরবানির পশুর জন্য বেশি প্রয়োজন হওয়ায় সকলেই এখন ছুটছেন কামারদের কাছে। আর এতেই এক মাসে পেশাটি জমজমাট হয়ে উঠেছে। তবে এসব সামগ্রী তৈরির উপকরণ কয়লা ও লোহার দাম বেশি হওয়ায় লাভের পরিমাণ কমে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধামইরহাটে ঈদুল আযহাকে সামনে রেখে এখন ব্যাস্ত সময় পার করছেন কামাররা

আপডেট সময় : ০৩:৩২:০৪ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

ধামইরহাটে ঈদুল আযহাকে সামনে রেখে এখন ব্যাস্ত সময় পার করছেন কামাররা

ধামইরহাটে ঈদুল আযহাকে সামনে রেখে এখন ব্যাস্ত সময় পার করছেন কামাররা। আগামী ৭ জুন পবিত্র ঈদুল আযহা অর্থাৎ কুরবানী ঈদ, ঈদকে সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন ধামইরহাটের কামাররা।

এই ঈদে গরু ছাগল মহিষ কুরবানী পশু হিসেবে জবাই করা হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুরবানী পশু জবাই চলে, এ-সব পশু গোশত কাটতে দা বটি ছুরি ছোরা চাপাতি ইত্যাদি ধাতব হাতিয়ার অপরিহার্য। তাই ঈদুল আযহাকে সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন ধামইরহাট উপজেলার হাটখোলা ও টিএন্ডটি বাজারের কামার শিল্পীরা। টুংটাং শব্দে দিন-রাত চলছে কামার পাড়ায় চাপাতি, দা, বটি, ছুরি তৈরি ও শানের কাজ। তৈরি করছেন এসব দা, ছুরি, কুড়াল, বটি, চাপাতি ও বটিসহ নানান ধারালো অস্ত্র। কেউ আবার পুরনো দা, ছুরি, বটি ঝালাই দিয়ে ধারালো করে নিচ্ছেন। কয়লার দগদগে আগুনে লোহাকে পুড়িয়ে পিটিয়ে তৈরি করছেন সব ধারালো সামগ্রী। তবে এসব তৈরিতে এখনো আধুনিকতার কোন ছোঁয়া লাগেনি। পুরানো সেকালের নিয়মেই চলছে আগুনে পুড়ে লোহা হতে ধারালো সামগ্রী তৈরির কাজ।

মুসলিম ধর্মের অনুসারীরা আল্লাহকে রাজি করতে পশু জবাই করে থাকে। এই পশু জবাইয়ের জন্য প্রয়োজন হয় বিভিন্ন ধরনের সরঞ্জামাদি। মাংস কাটা ও কুরবানির পশু জবাই করার বিভিন্ন ধাপে ছুরি, দা, চাপাতি এসব ব্যবহার করা হয়। তাই পশু কুরবানিকে কেন্দ্র করে কামার শিল্পীরা ব্যস্ত সময় পার করছে। দগদগে আগুনে গরম লোহা পিটাপিটিতে মুখর হয়ে উঠেছে পাবনা জেলা বিভিন্ন কামার পল্লীগুলো। প্রস্তুত করছেন জবাই সামগ্রী। ঈদে শত শত গরু, খাসি, ভেড়া, মহিষ ইত্যাদি পশু কুরবানি করা হয়ে থাকে। এসব পশু জবাই থেকে শুরু করে রান্নার চুড়ান্ত প্রস্তুত পর্যন্ত দা-বঁটি, ছুরি, চাপাতি ইত্যাদি ধাতব হাতিয়ার আবশ্যকীয় হয়ে যায়। ঈদের আগেই পশু জবাই করার ছুরি, চামড়া ছাড়ানোর ছুরি, চাপাতি, প্লস্টিক ম্যাট, চাটাই, গাছের গুঁড়িসহ সবকিছু প্রস্তুত রাখতে হয়।

সোমবার (২ জুন) বিভিন্নি কামারের দোকান পরিদর্শন করে দেখা যায়, ছুরি আকার ভেদে ১০০- ১২০- ৬০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। সদর উপজেলাসহ অন্যান্য হাটবাজারেও কামার কারিগরদের উৎপাদিত দা-ছুরি বিক্রি করা হয়। তারা আরো জানান, এ পেশায় অধিক শ্রম দিতে হয়। জীবিকা নির্বাহে কষ্ট হলেও শুধু বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখতে এ পেশাটিকে তারা এখনও আঁকড়ে ধরে আছেন। বিভিন্ন সময় এসবের চাহিদা কম থাকলেও কুরবানির পশুর জন্য বেশি প্রয়োজন হওয়ায় সকলেই এখন ছুটছেন কামারদের কাছে। আর এতেই এক মাসে পেশাটি জমজমাট হয়ে উঠেছে। তবে এসব সামগ্রী তৈরির উপকরণ কয়লা ও লোহার দাম বেশি হওয়ায় লাভের পরিমাণ কমে গেছে।