ধামইরহাটে আম্রপালি আম চাষ করে সুনাম কুড়িয়েছেন তরুণ উদ্যোক্তা রব্বানী

- আপডেট সময় : ০৪:২২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ১৪৪ বার পড়া হয়েছে
ধামইরহাটে আম্রপালি আম চাষ করে সুনাম কুড়িয়েছেন তরুণ উদ্যোক্তা রব্বানী
নওগাঁর ধামইরহাটে আম্রপালি আম চাষ করে সুনাম কুড়িয়েছেন তরুণ উদ্যোক্তা মো. গোলাম রব্বানী। তিনি উপজেলার দূর্গাপুর গ্রামের মোঃ কামাল হোসেনর ছেলে। কৃষক পরিবারের সন্তান তাই ছোটবেলা থেকেই কৃষির প্রতি ছিল বাড়তি ভালোবাসা, স্বপ্ন দেখতেন কৃষি উদ্যোক্তা হওয়ার।
চাকরির পাশাপাশি ২০২৩ সালে উপজেলার উমার ইউনিয়নের বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে ৪ একর জমিতে আম চাষ করেছেন, বাগানের গাছে গাছে ঝুলছে আমরুপালি, বারি-৪ এসব জাতের আম।
আমের ফলন বৃদ্ধির লক্ষ্যে আম ও গাছের যত্নে ব্যস্ত সময় পার করছেন। তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে আবহাওয়া ভালো থাকলে এ মৌসুমে ভালো ফল পাবেন বলে আশা করছেন। এসব আম জুন মাসের শেষের দিকে তুলবেন, সঠিক বাজার মূল্যে আম বিক্রয়ের আশা করছেন। এ বাগানের শতাধিক মন আম্রপালি ও বারী৪ আম পৌঁছে যায় দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতাদের কাছে।
এসব ফরমালিন বিষমুক্ত সুস্বাদু আমরুপালি, বারি৪, আম পেতে নাম্বারে- ০১৭০৫-০৭৪৭৮৭- যোগাযোগের মাধ্যমে ও বাগানে এসে ক্রেতারা আম ক্রয় করতে পারবেন। তিনি বলেন, সরকারি ও স্বল্প ঋণ সুবিধা পেলে তিনি বাগানকে আরো ১০ একরে বৃদ্ধি করতে চায় ফলে বেকার লোকদের কর্মের ব্যবস্থা হবে।