দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় “মেহেদী’র”
- আপডেট সময় : ০২:৩০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১ ৫২০ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ ডেস্কঃ
সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (৩০) নামে স্বাস্থ্য অধিদফতরের অফিস সহকারী নিহত হয়েছেন।
শনিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মৃত অফিস সহকারী মেহেদী হাসান নাটোরের বাগাতিপাড়া সদর ইউনিয়নের কসবা মালঞ্চি গ্রামের মোঃ শহিদুল ইসলাম সাধু’র ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বনপাড়া শশুর বাড়ি থেকে ঢাকার কর্মস্থলে যাওয়ার জন্য তার ব্যবহৃত পালসার মোটরসাইকেল নিয়ে রওনা হন মেহেদী। পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশের মহিষলুটি এলাকায় একটি গরু মহাসড়ক পার হতে দেখে তাকে বাঁচতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়ে যান তিনি। এ সময় বিপরিত দিক হতে আসা একটি দ্রুতগামী পণ্যবাহী ট্রাক মেহদী হাসানকে পিষে চলে যান। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফর রহমান জানান, নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। আইন কাজ শেষ করে মেহেদী হাসানের পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
আজ শনিবার রাতেই মৃত মেহেদীর দাফন সম্পূর্ণ করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।