ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দেশের প্রতিটি হত্যার বিচার করা হবে- দুলু

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:২০:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের প্রতিটি হত্যার বিচার করা হবে- দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জুলাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্র-জনতাসহ সারাদেশের সংঘঠিত আগে পরের সকল হত্যা ও অন্যায়ের বিচার করা হবে। শেখ হাসিনাসহ খুনের দায়ের অভিযুক্ত কাউকে ছাড় দেয়া যাবে না। সোমবার (৬ জানুয়ারী) বিকেলে নাটোর শহরতলীর তেবাড়িয়াহাটে ছাত্রদল নেতা রাকিব ও স্বেচ্ছাসেবক দল নেতা রায়হানের দশম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে দুলু আরো বলেন, দেশের আওয়ামী বিরোধী সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাড়াবাড়ি হানাহানি করে কিছূ পাওয়া যাবে না। সকলে মিলেমিশে থেকে দেশ গঠন করতে হবে। আগামী দিনে সকলে মিলেই সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসবে। সেই সরকারের অধীনে বাংলাদেশ সুন্দর ভাবে এগিয়ে যাবে। সেই সরকার এদেশের সকল হত্যা ও অন্যায়ের বিচার করবে।

তিনি বলেন, আমাদের সকলকে দায়িত্বশীল নাগরিকের ভুমিকা রাখতে হবে। আমাদের সাময়িক কোন লোভ লালসা বা হিংষা বিদ্বেষে যেন পতিত স্বৈরাচার সুযোগ না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের পাশের দেশে বসে পতিত স্বৈরাচার হাসিনা ও তার সকল অপকর্মের সহযোগীরা বাংলাদেশকে অকার্যকর করতে নানা ষড়যন্ত্র অব্যহত রেখেছে। তাই আমাদের সকলকে দল মতের উর্দ্ধে উঠে দেশের জন্য দায়িত্বশীল ভূমিকা পালণ করতে হবে। শক্তহাতে বুদ্ধিমত্তার সাথে আমাদের সকল সিন্ধান্ত নিতে হবে। নইলে পাশের দেশের সহযোগীতায় সেখানে বসে ষড়যন্ত্রে লিপ্ত স্বৈরাচারী হাসিনা নানা অপচেস্টা চালাবে। দেশকে তারা পদে পদে অশান্ত করার অপচেষ্টা করবে।

বিএনপির এ নেতা বলেন, শেখ মুজিব ১৯৭১ থেকে ৭৫ সাল পর্যন্ত দেশে যে অন্যায় অত্যাচার চালিয়েছে তার কারণে ২২ বছর পর আওয়ামীলীগ ক্ষমতায় এসেছিল। তার মেয়ে শেখ হাসিনা দেশের মানুষকে গুম, খুন, হত্যা, জুলুম, নির্যাতন চালিয়েছে তার জন্য ৪২ বছরেও তারা ক্ষমতায় আসতে পারবে না। তিনি আরও বলেন, দেশে যে পরিমানে ছিনতাই, চুরি, ডাকাতি বেড়েছে। বর্তমান তত্ত্ববোয়ক সরকারের কাছে দাবী দ্রুত নির্বাচন দিন। আগামী জুন মাসে জাতীয় নির্বাচন দিয়ে দেশের মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিন এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। নির্বাচিত সরকার তাদের শাসনের মাধ্যমে দেশের আইন-শৃংখলা আবারো স্বাভাবিক হবে।

দুলু বলেন, আমার দলের নেতাকর্মীকে হত্যা করে আমাদেরকেই আসামি করা হয়। ১০ বছর রাকিব ও রায়হানের বিচার তার পরিবার পায়নি। আইনের মাধ্যমে এ নাটোরের মাটিতে তাদের হত্যার বিচার করা হবে। যত হত্যাকান্ড নাটোরে হয়েছে, তাদের সকল বিচার আমরা করবো। নিহতদের পরিবার দীর্ঘ বছর ধরে নির্যাতিত ছিল। তাদের পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

আরো বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহিন, নাটোর পৌর বিএনপির আহবায়ক এমদাদুল হক আল মামুন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ, সদর থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ। পরে ১ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেশের প্রতিটি হত্যার বিচার করা হবে- দুলু

আপডেট সময় : ০২:২০:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

দেশের প্রতিটি হত্যার বিচার করা হবে- দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জুলাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্র-জনতাসহ সারাদেশের সংঘঠিত আগে পরের সকল হত্যা ও অন্যায়ের বিচার করা হবে। শেখ হাসিনাসহ খুনের দায়ের অভিযুক্ত কাউকে ছাড় দেয়া যাবে না। সোমবার (৬ জানুয়ারী) বিকেলে নাটোর শহরতলীর তেবাড়িয়াহাটে ছাত্রদল নেতা রাকিব ও স্বেচ্ছাসেবক দল নেতা রায়হানের দশম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে দুলু আরো বলেন, দেশের আওয়ামী বিরোধী সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাড়াবাড়ি হানাহানি করে কিছূ পাওয়া যাবে না। সকলে মিলেমিশে থেকে দেশ গঠন করতে হবে। আগামী দিনে সকলে মিলেই সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসবে। সেই সরকারের অধীনে বাংলাদেশ সুন্দর ভাবে এগিয়ে যাবে। সেই সরকার এদেশের সকল হত্যা ও অন্যায়ের বিচার করবে।

তিনি বলেন, আমাদের সকলকে দায়িত্বশীল নাগরিকের ভুমিকা রাখতে হবে। আমাদের সাময়িক কোন লোভ লালসা বা হিংষা বিদ্বেষে যেন পতিত স্বৈরাচার সুযোগ না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের পাশের দেশে বসে পতিত স্বৈরাচার হাসিনা ও তার সকল অপকর্মের সহযোগীরা বাংলাদেশকে অকার্যকর করতে নানা ষড়যন্ত্র অব্যহত রেখেছে। তাই আমাদের সকলকে দল মতের উর্দ্ধে উঠে দেশের জন্য দায়িত্বশীল ভূমিকা পালণ করতে হবে। শক্তহাতে বুদ্ধিমত্তার সাথে আমাদের সকল সিন্ধান্ত নিতে হবে। নইলে পাশের দেশের সহযোগীতায় সেখানে বসে ষড়যন্ত্রে লিপ্ত স্বৈরাচারী হাসিনা নানা অপচেস্টা চালাবে। দেশকে তারা পদে পদে অশান্ত করার অপচেষ্টা করবে।

বিএনপির এ নেতা বলেন, শেখ মুজিব ১৯৭১ থেকে ৭৫ সাল পর্যন্ত দেশে যে অন্যায় অত্যাচার চালিয়েছে তার কারণে ২২ বছর পর আওয়ামীলীগ ক্ষমতায় এসেছিল। তার মেয়ে শেখ হাসিনা দেশের মানুষকে গুম, খুন, হত্যা, জুলুম, নির্যাতন চালিয়েছে তার জন্য ৪২ বছরেও তারা ক্ষমতায় আসতে পারবে না। তিনি আরও বলেন, দেশে যে পরিমানে ছিনতাই, চুরি, ডাকাতি বেড়েছে। বর্তমান তত্ত্ববোয়ক সরকারের কাছে দাবী দ্রুত নির্বাচন দিন। আগামী জুন মাসে জাতীয় নির্বাচন দিয়ে দেশের মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিন এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। নির্বাচিত সরকার তাদের শাসনের মাধ্যমে দেশের আইন-শৃংখলা আবারো স্বাভাবিক হবে।

দুলু বলেন, আমার দলের নেতাকর্মীকে হত্যা করে আমাদেরকেই আসামি করা হয়। ১০ বছর রাকিব ও রায়হানের বিচার তার পরিবার পায়নি। আইনের মাধ্যমে এ নাটোরের মাটিতে তাদের হত্যার বিচার করা হবে। যত হত্যাকান্ড নাটোরে হয়েছে, তাদের সকল বিচার আমরা করবো। নিহতদের পরিবার দীর্ঘ বছর ধরে নির্যাতিত ছিল। তাদের পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

আরো বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহিন, নাটোর পৌর বিএনপির আহবায়ক এমদাদুল হক আল মামুন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ, সদর থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ। পরে ১ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।