দেশের কেউ আর গৃহহীণ ও ভূমিহীণ থাকবে না- এস এম কামাল!

- আপডেট সময় : ০৩:২২:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২ ৫৫ বার পড়া হয়েছে
দেশের কেউ আর গৃহহীণ ও ভূমিহীণ থাকবে না- এস এম কামাল!
স্টাফ রিপোর্টার, রাজশাহী:
দেশের কেউ আর গৃহহীণ ও ভূমিহীণ থাকবে না- এস এম কামাল! প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কাউকে আর গৃহহীন ও ভূমিহীন রাখবেন না। এরই মধ্যে বেশির ভাগ আশ্রয়হীন মানুষ পাকা ঘর পেয়েছেন। যারা এখনো বাকি আছেন, তাদেরও পর্যায়ক্রমে ঘর তৈরি করে দেওয়া হবে। আপনারা শুধু প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।
রোববার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার কান্দ্রা গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এসব কথা বলেন।
পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পুঠিয়া দুর্গাপুরের সাবেক সাংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনকসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন শেষে সাংগঠনিক সম্পাদক রাজশাহী মহানগরে ফিরে যান।