সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে ইউনিয়ন যুবলীগ নেতা রুপম গ্রেফতার

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৩:৩৫:১২ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫ ১০২ বার পড়া হয়েছে
দেবীগঞ্জে ইউনিয়ন যুবলীগ নেতা রুপম গ্রেফতার
পঞ্চগড়ের দেবীগঞ্জ থানা পুলিশ হাসানুজ্জামান রুপম নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে। রুপম চিলাহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। রুপম একই এলাকার মৃত জহুরুল ইসলামের ছেলে।
শুক্রবার (২ মে) রাত ৮টার দিকে চিলাহাটি ইউনিয়নের টোকরাভাষা বাজার থেকে তাকে গ্রেপ্তার করে দেবীগঞ্জ থানা পুলিশ।
দেবীগঞ্জ থানা সূত্র জানা যায়, গত ১৮ অক্টোবর বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে হওয়া মামলায় গ্রেপ্তার করা হয়েছে হাসানুজ্জামান রুপমকে।দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ শনিবার গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।