দুড়দুড়িয়া ইউনিয়ন আ’লীগের নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৫৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১ ১৫৯ বার পড়া হয়েছে
এস ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
নাটোরের লালপুরে ৮ নং দুড়দুড়িয়া ইউনিয়ন আ’লীগের নির্বাচনী বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার দুড়দুড়িয়া পাইকপাড়া সেন্টার চত্বরে দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, দলীয় চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এডঃ আবুল কালাম আজাদ।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনিসুর রহমান, দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, প্রভাষক মোয়াজ্জেম হোসেন, প্রভাষক রেজাউল করিম, সাজদার রহমান, শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহিদুজ্জামান, দুড়দুড়িয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জালাল উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসাদুল আলম প্রমূখ।
এ সময় দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের নের্তৃবৃন্দ, সকল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা- কর্মী উপস্থিত ছিলেন।