দীর্ঘ এক যুগ পর রাণীনগরে ঐতিহ্যবাহী রাতোয়াল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

- আপডেট সময় : ০৩:০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে
দীর্ঘ এক যুগ পর রাণীনগরে ঐতিহ্যবাহী রাতোয়াল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল মাদক ছেড়ে, খেলতে চল” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দীর্ঘ প্রায় এক যুগ পর নওগাঁর রাণীনগরে ঐতিহ্যবাহী রাতোয়াল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে। শনিবার বিকেলে কালীগ্রাম ইউনিয়ন বিএনপির আয়োজনে ঐতিহ্যবাহী রাতোয়াল ফুটবল মাঠে টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্টে বিভিন্ন জেলার ১৬টি দল অংশ গ্রহণ করছে। উদ্বোধনী খেলায় নির্ধারিত ৯০মিনিটের খেলায় গাবতলী ফুটবল একাডেমী বগুড়া দল ২-০ গোলে দূর্গাপুর ফুটবল একাডেমী রাজশাহীকে হারিয়ে বিজয়ী হয়। গাবতলী ফুটবল একাডেমী বগুড়া দলের খেলোয়ার বায়েজিদ হোসেন একাই দুটি গোল করেন।
কালীগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ¦ এ্যাড. আ: খালেকের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ, এম জাহিদ নেওয়াজের সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সাখাওয়াত হোসেন প্রমুখ। এছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনেক বছর পর ঐতিহ্যবাহী মাঠে প্রিয় ফুটবল খেলা দেখতে অত্র অঞ্চলের বিভিন্ন এলাকার ফুটবল প্রেমীরা মাঠের চারপাশে ভিড় করেন।
হারিয়ে যাওয়া গ্রামীণ খেলা ফুটবলের ঐতিহ্য ফিরে আনতে এবং বর্তমান প্রজন্মকে খেলার প্রতি আগ্রহী করে তুলতেই মূলত এমন টুর্ণামেন্টের আয়োজন বলে জানান আয়োজকরা। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলার সঙ্গে যুক্ত করার কোন বিকল্প নেই। তাই আগামীতেও এই ধরণের আয়োজন অব্যাহত রাখা হবে বলে জানান আয়োজকরা।