দিনাজপুরে ৯টি অস্ত্র জমা হয়নি, একজনের সঙ্গে যোগাযোগ হচ্ছে
- আপডেট সময় : ০১:০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
দিনাজপুরে ৯টি অস্ত্র জমা হয়নি, একজনের সঙ্গে যোগাযোগ হচ্ছে
দিনাজপুরে অস্ত্র জমা দেওয়ার শেষ সময় পযর্ন্ত ব্যক্তি পর্যায়ে ২৪০টির মধ্যে ২৩০টি অসন্ত্র জাম হয়েছে। ৯টি অস্ত্র জমা হয়নি। একজনের সঙ্গে যোগাযোগ হচ্ছে। বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার সময় দিনাজপুর জেলা প্রশাসকের জুডিশিয়াল মুন্সিখানা শাখার সহকারি কমিশনার মোঃ মনজুর মোর্শেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
সারাদেশে মঙ্গলবার দিবাগত রাত ১২টায় অস্ত্র জমার শেষ সময় ছিল। দিনাজপুরে অস্ত্র জমা দেওয়ার শেষদিন পর্যন্ত ২৩০টি আগ্নেয়াস্ত্র জমা পড়েছে জেলা প্রশাসকের কার্যালয়ে। জমা না হওয়া অস্ত্র উদ্ধারে নামবে যৌথবাহিনী। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাাবসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা থাকবেন অভিযানে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দিনাজপুরে বেসামরিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের অস্ত্রের সংখ্যা ৩০৯ টি। এরমধ্যে জমা প্রদানযোগ্য অস্ত্রের সংখ্যা ২৪০টি। বাকিগুলো ৬৯টি বিভিন্ন প্রতিষ্ঠানের। ব্যক্তি পর্যায়ে থাকা ২৪০টি অস্ত্রের মধ্যে মঙ্গলবার দিবাগত রাত ১২ পর্যন্ত ২৩০টি অস্ত্র (পিস্তলসহ বিভিন্ন অস্ত্র) জমা হয়েছে। এরমধ্যে ১ জনের সঙ্গে যোগাযোগ হচ্ছে। এখনো ৯টি অস্ত্র বিভিন্ন ব্যক্তির কাছে রয়ে গেছে।
এর আগে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক লোকজনকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়। ওই সময়ে যাদের লাইসেন্স দেওয়া হয়েছে তাদের ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলা হয়েছিল।