দিনাজপুরে হলিল্যান্ড কলেজের নবীন বরণে সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপডেট সময় : ০১:২২:০২ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে
দিনাজপুরে হলিল্যান্ড কলেজের নবীন বরণে সাংস্কৃতিক অনুষ্ঠান
দিনাজপুরে হলিল্যান্ড কলেজ এর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এককাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) শহরের নাজমা গার্ডেন কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিনাজপুর হলিল্যান্ড কলেজ এর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এককাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রফেসর মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, হলিল্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ জহির উল্লাহ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হলিল্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সালাউদ্দিন খোকন, শিক্ষা পরিচালক মোঃ নজরুল ইসলাম, পরিচালক খালেদা আরজুমান বানু, পরিচালনা পর্ষদের সদষ্য রেজিয়া খাতুন, ২য় বর্ষের শিক্ষার্থী মোফাজ্জল হোসেন হৃদয়, আবিদা সুলতানা প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
শেষে হলিল্যান্ড কলেজের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।