দিনাজপুরে বজ্রপাতে নবম শ্রেনীর শিক্ষার্থীর মৃত্যু
- আপডেট সময় : ১২:৪৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
দিনাজপুরে বজ্রপাতে নবম শ্রেনীর শিক্ষার্থীর মৃত্যু
দিনাজপুরে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ফরিদা আক্তার (১৫) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার গোদাগাড়ী কোচিং সেন্টার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ফরিদা আক্তার উপজেলা ৭ নং উথরাইল ইউনিয়নের গোবীনাথপুর কাসারিপাড়া গ্রামের ফইজউদ্দিন রহমান বাবুর মেয়ে। সে গোদাগাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় গোদাগাড়ী কোচিং সেন্টারে প্রাইভেট পড়া শেষ করে তিন বান্ধবী মিলে বাড়ি ফিরছিল ফরিদা আক্তার। পথিমধ্যে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ফরিদাসহ তিন বান্ধবী আহত হয়। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার ফরিদাকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
দিনাজপুর সদর উপজেলার ৭ নং উথরাইল ইউনিয়নের চেয়ারম্যান রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।