দিনাজপুরে ধর্ম উপদেষ্টাকে সম্মিলিত কাওমি পরিষদের সংবর্ধনা
- আপডেট সময় : ০১:০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
দিনাজপুরে ধর্ম উপদেষ্টাকে সম্মিলিত কাওমি পরিষদের সংবর্ধনা
দিনাজপুরে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনকে সংবর্ধনা দিয়েছে সম্মিলিত কাওমি পরিষদ। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে দিনাজপুর শিশু একাডেমীতে আয়োজিত হজ্জ ও ওমরাহ বিষয়ক আলোচনা সভায় উপদেষ্টাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান সম্মিলিত কওমি পরিষদ সভাপতি হযরতুল আল্লাম শামসুল হুদা।
দিনাজপুর সম্মিলিত কওমি পরিষদের সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা সোহরাব হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ খালিদ হাসান তাঁর বক্তব্যে বলেন, হজ নিয়ে আমরা ব্যবসা করি না সেবা দেই, কওমি শিক্ষকের কোন কোন জায়গায় কাজে লাগবে আমরা তা দেখব, প্রাইমারি বিদ্যালয়ে ধর্ম বিষয়ক শিক্ষক নেই, আমরা সেটাও দেখব, আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের সময় অল্প, এই অল্প সময়ের মধ্যে আমরা সম্ভাবনার একটি দুয়ার খুলে দিতে চাই।
মডেল মসজিদ বিষয়ে উপদেষ্টা বলেন, আমরা একটা তদন্ত শুরু করেছি, তদন্ত টিম কাজ করছে। অনেক জায়গায় মডেল মসজিদ গুলোর সমস্যায় রয়েছে, দিনাজপুরে যদি কোন মডেল মসজিদের নির্মাণ কাজের সমস্যা থাকে প্রশাসনের মাধ্যমে আমাদেরকে জানাবেন, হজ বিষয় তিনি বলেন, এবার হজ করতে কম টাকা লাগবে, এবং হজ যাত্রীদের সুবিধা অসুবিধা গুলো যত্ন সহকারে দেখা হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব রেজা হুমায়ূন ফারুক শামীম চৌধুরী, পাটোয়ারী বিজনেস হাউস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সদস্য সাইদুর রহমান পাটোয়ারী মোহন, সম্মিলিত কওমি পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরতুল আল্লাম মতিউর রহমান কাসেমী, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হযরত মাওঃ শরিফুল ইসলাম, কাওমি পরিষদের বীরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব মুফতি আব্দুল কাইয়ুম।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির জন্য দোয়া খায়ের করা হয়। তোমার পরিচালনা করেন প্রধান অতিথি অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।