দিনাজপুরে ছাত্রদল নেতার ওপর বিএনপি নেতার হামলার প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময় : ০৭:২৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে
দিনাজপুরে ছাত্রদল নেতার ওপর বিএনপি নেতার হামলার প্রতিবাদে মানববন্ধন
দিনাজপুরে ছাত্রদল নেতাসহ কয়েক জনের ওপর জেলা বিএনপির নেতা ও তার সন্ত্রাসী বাহিনীর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে আহতদের পরিবার ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। রবিবার ৬ অক্টোবর জেলা সদরের নিমতলা এলাকায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শাহিনের স্ত্রী আসমাউল হুসনা বুবলি জানান স্বৈরাচার পতনের পর যখন সবার এক হয়ে দেশ গঠনের কথা তখন দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপির একটি অংশ নানা চক্রান্ত, দখলবাজি, চাঁদাবাজি এবং দলের মধ্যে তীব্র অন্তকন্দল সৃষ্টি করে যাচ্ছে। যা দলের এবং দিনাজপুর বিএনপির রাজনীতির জন্য হুমকিস্বরূপ।
তিনি আরো বলেন, ফ্যাসিবাদী সরকার এবং বিএনপির এই অংশের আচরণের কোন পার্থক্য নেই। যার প্রমাণ গত ১৩ সেপ্টেম্বর। আমি সমগ্র দেশবাসী এবং দিনাজপুর জেলা বিএনপিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। সন্ত্রাসী কচি বাহিনীর প্রতিটি সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
মানববন্ধনে পঞ্চম শ্রেণীর কোমলমতি ছাত্রী সুমনা জানান আমি আমার ভাইয়ের নির্যাতনকারীদের শাস্তি চাই। এ সময় আহতদের পরিবারের সদস্য বৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, ওই হামলার ঘটনার মাওমায় ওয়ারেন্ট হলেও এখন পর্যন্ত কোন আসামি পুলিশ গ্রেফতার করেনি। পুলিশের দৃষ্টি আকর্ষণ করে বলছি তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনয়ানুগ ব্যবস্থা গ্রহণ করুন।