তেঁতুলিয়ায় জাতীয় বীমা দিবস পালিত

- আপডেট সময় : ০২:০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২ ৭৯ বার পড়া হয়েছে
তেঁতুলিয়ায় জাতীয় বীমা দিবস পালিত
উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
তেঁতুলিয়ায় জাতীয় বীমা দিবস পালিত।
সারাদেশের ন্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বীমা স্মৃতি বিজড়িত ১ মার্চ-কে সরকার কর্তৃক জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করায়। বীমা শিল্পের উন্নয়ন ও বীমার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর ন্যায় এবারও র্যালি, আলোচনা সভা এবং অন্যান্য কর্মসূচীর মাধ্যমে এ দিবসটি পালন করা হয়।
মঙ্গলবার (১ মার্চ) সকাল ১০ টায় র্যালি ও উপজেলার হলরুমে আলোচনা সভায় তেঁতুলিয়া উপজেলা নির্বাহি অফিসার সোয়াগ চন্দ্র সাহার সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ডিজিএম ডা: মোঃ ময়নুল ইসলাম। ৩ নং তেতুলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিক।
আরো উপস্থিত ছিলেন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিভিন্ন কর্মকর্তা ও অন্যান্য কোম্পানির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন উপস্থিত থেকে বক্তারা বলেন সাধারণ জনগণই বীমাশিল্পের প্রাণ। তাই গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টিকে বিবেচনায় রেখে এ শিল্পকে এগিয়ে নিতে হবে।