ঢাকা ১০:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরে কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে ছাত্র জনতার মতবিনিময় টানা বৃষ্টিতে উপড়ে পড়েছে রাজশাহী কলেজের পুরোতন স্বর্ণকুচি গাছ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ক্যান্সারে আক্রান্ত মিঠুন, চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে সব সম্প্রদায়ের মানুষকে আমাদেরই নিরাপত্তা দিতে হবে-মামুনুল হক আগামীতে ট্যাগিংয়ের রাজনীতি চলবে না: শিবির সেক্রেটারি রাজশাহীতে দুই হাতে গুলি চালানো সাবেক সিটি মেয়র লিটনের ডান হাত পাঁচ দিনের রিমান্ডে বাগমারায় বিএনপির নাম ভাঙ্গিয়ে শ্রমিক ইউনিয়ন দখল নিতে মরিয়া জেএমবি ক্যাডাররা মান্দায় স্ত্রীকে পি/টি/য়ে হ-ত্যা, স্বামী পলাতক  রায়পুরায় মিথ্যা মামলার প্রতিবাদে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন নাটোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

তালিকায় নাম থাকলেও চাল পাচ্ছেন না হতদরিদ্ররা; ভিজিডি কার্ড বাণিজ্যের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১ ২৫৬ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ

আলুফা বেগমের নামটি ভিজিডির তালিকায় অন্তুর্ভুক্ত হয়েছে প্রায় দশ মাস আগে। তালিকায় নাম তুলতে চেয়ারম্যানকে দিতে হয়েছে টাকা। কিন্তু আজ পর্যন্ত ভিজিডির চাল পাননি তিনি। তালিকায় নাম থাকলেও চাল না পাওয়ার দলে আলুফা একা নন। তার মতো অন্তত ১২টি হতদরিদ্র পরিবার ভিজিডির এই সুবিধা বঞ্চিত হয়েছেন।
নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের যোগেন্দ্রনগর গ্রামের বাসিন্দা হতদরিদ্র আলুফা বেগমের। এই ঘটনার প্রতিকার চেয়ে গতকাল বৃহস্পতিবার সকালে সুবিধা বঞ্চিত ১২ জন নারীর স্বাক্ষর করা লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসারের কাছে দিয়েছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী আলুফা জানান, তিনি দিনমজুরী করে কোনমতে দিনাতিপাত করছেন। পেটের তাগিদে ভিজিডি কার্ড পেতে চেয়ারম্যানের কাছে ধর্ণা দেন। কিন্তু ভিজিডির কার্ডে নাম অন্তর্ভুক্ত করতে টাকার দাবি করেন চেয়ারম্যান। তালিকায় নাম উঠাতে করোনাকালীন অভাবের সময়ও সুদের ওপর টাকা নিয়ে বিয়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দিলেও আজ পর্যন্ত চাল পাননি।
ভুক্তভোগিদের মধ্যে ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাসলিমা বেগম, সালমা বেগম, ৫ নম্বর ওয়ার্ডের পারভিন বেগম, শাপলা খাতুন ও ৬ নম্বর ওয়ার্ডের রিনা খাতুনসহ তালিকায় নাম থাকা ১২ জন নারী জানান, তারা দরিদ্র হলেও ভিজিডির জন্য প্রায় দশমাস আগে চেয়ারম্যানকে টাকা দিয়েছেন। সেসময় কার্ড দেওয়ার আশ্বাস দিলেও পরবর্তীতে বাছাইপর্বে নাম বাতিলের কথা জানান চেয়ারম্যান মোজাম্মেল। সম্প্রতি তাদের মধ্যে একজনের টাকা ফেরতও দিয়েছেন চেয়ারম্যান নিজেই।
৮ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগি নারী শিউলি বেগম জানান, সম্প্রতি জানতে পারেন ভিজিডির তালিকায় তাদের নাম আছে। কিন্তু ১২ জন দরিদ্রের চাল তুলে নেন চেয়ারম্যান নিজেই। একারণে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
তবে চেয়ারম্যান মোজাম্মেল অভিযোগ অস্বীকার করে বলেন, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে তার রাজনৈতিক প্রতিপক্ষরা কুৎসা রটাচ্ছেন। কিছু মানুষকে প্রভাবিত করে মিথ্যা অভিযোগ দিচ্ছেন। তাছাড়া অভিযোগকারীদের নাম ভিজিডির তালিকায় রয়েছে। তারা কেন চাল পাননা তা তিনি জানেন না।
খোঁজ নিয়ে জানাগেছে, বিয়াঘাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ৩ জন, ৫ নম্বর ওয়ার্ডের ৪ জন, ৬ নম্বর ওয়ার্ডের ২ জন ও ৮ নম্বর ওয়ার্ডের ১ নারীর ভিজিডি চক্র-২০২১ এর তালিকা নাম রয়েছে। কিন্তু তারা দশ মাস যাবৎ সরকারি সুবিধার এই চাল পাননা।
গুরুদুসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন ভিজিডি বঞ্চিতদের অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগে তিনি জানতে পেরেছেন- ভিজিডির তালিকায় নাম থাকা সত্তেও চাল পাচ্ছেন না বিয়াঘাট ইউনিয়নের ১২টি হত-দরিদ্র পরিবার। অথচ প্রায় ১০ মাস আগে এসব দরিদ্রদের নাম ভিজিডি কার্ডের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তালিকায় নাম থাকলেও চাল পাচ্ছেন না হতদরিদ্ররা; ভিজিডি কার্ড বাণিজ্যের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে!

আপডেট সময় : ১২:৫৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ

আলুফা বেগমের নামটি ভিজিডির তালিকায় অন্তুর্ভুক্ত হয়েছে প্রায় দশ মাস আগে। তালিকায় নাম তুলতে চেয়ারম্যানকে দিতে হয়েছে টাকা। কিন্তু আজ পর্যন্ত ভিজিডির চাল পাননি তিনি। তালিকায় নাম থাকলেও চাল না পাওয়ার দলে আলুফা একা নন। তার মতো অন্তত ১২টি হতদরিদ্র পরিবার ভিজিডির এই সুবিধা বঞ্চিত হয়েছেন।
নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের যোগেন্দ্রনগর গ্রামের বাসিন্দা হতদরিদ্র আলুফা বেগমের। এই ঘটনার প্রতিকার চেয়ে গতকাল বৃহস্পতিবার সকালে সুবিধা বঞ্চিত ১২ জন নারীর স্বাক্ষর করা লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসারের কাছে দিয়েছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী আলুফা জানান, তিনি দিনমজুরী করে কোনমতে দিনাতিপাত করছেন। পেটের তাগিদে ভিজিডি কার্ড পেতে চেয়ারম্যানের কাছে ধর্ণা দেন। কিন্তু ভিজিডির কার্ডে নাম অন্তর্ভুক্ত করতে টাকার দাবি করেন চেয়ারম্যান। তালিকায় নাম উঠাতে করোনাকালীন অভাবের সময়ও সুদের ওপর টাকা নিয়ে বিয়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দিলেও আজ পর্যন্ত চাল পাননি।
ভুক্তভোগিদের মধ্যে ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাসলিমা বেগম, সালমা বেগম, ৫ নম্বর ওয়ার্ডের পারভিন বেগম, শাপলা খাতুন ও ৬ নম্বর ওয়ার্ডের রিনা খাতুনসহ তালিকায় নাম থাকা ১২ জন নারী জানান, তারা দরিদ্র হলেও ভিজিডির জন্য প্রায় দশমাস আগে চেয়ারম্যানকে টাকা দিয়েছেন। সেসময় কার্ড দেওয়ার আশ্বাস দিলেও পরবর্তীতে বাছাইপর্বে নাম বাতিলের কথা জানান চেয়ারম্যান মোজাম্মেল। সম্প্রতি তাদের মধ্যে একজনের টাকা ফেরতও দিয়েছেন চেয়ারম্যান নিজেই।
৮ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগি নারী শিউলি বেগম জানান, সম্প্রতি জানতে পারেন ভিজিডির তালিকায় তাদের নাম আছে। কিন্তু ১২ জন দরিদ্রের চাল তুলে নেন চেয়ারম্যান নিজেই। একারণে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
তবে চেয়ারম্যান মোজাম্মেল অভিযোগ অস্বীকার করে বলেন, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে তার রাজনৈতিক প্রতিপক্ষরা কুৎসা রটাচ্ছেন। কিছু মানুষকে প্রভাবিত করে মিথ্যা অভিযোগ দিচ্ছেন। তাছাড়া অভিযোগকারীদের নাম ভিজিডির তালিকায় রয়েছে। তারা কেন চাল পাননা তা তিনি জানেন না।
খোঁজ নিয়ে জানাগেছে, বিয়াঘাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ৩ জন, ৫ নম্বর ওয়ার্ডের ৪ জন, ৬ নম্বর ওয়ার্ডের ২ জন ও ৮ নম্বর ওয়ার্ডের ১ নারীর ভিজিডি চক্র-২০২১ এর তালিকা নাম রয়েছে। কিন্তু তারা দশ মাস যাবৎ সরকারি সুবিধার এই চাল পাননা।
গুরুদুসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন ভিজিডি বঞ্চিতদের অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগে তিনি জানতে পেরেছেন- ভিজিডির তালিকায় নাম থাকা সত্তেও চাল পাচ্ছেন না বিয়াঘাট ইউনিয়নের ১২টি হত-দরিদ্র পরিবার। অথচ প্রায় ১০ মাস আগে এসব দরিদ্রদের নাম ভিজিডি কার্ডের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।