তাইজুলকে এশিয়া কাপে দলে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন!
- আপডেট সময় : ১২:৪৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩ ১১২ বার পড়া হয়েছে
তাইজুলকে এশিয়া কাপে দলে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন!
নাটোর প্রতিনিধিঃ
তাইজুলকে এশিয়া কাপে দলে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন! আসন্ন এশিয়া কাপে কৃতী ক্রিকেটার তাইজুল ইসলামকে জাতীয় ক্রিকেট দলে অন্তর্ভুক্তির দাবিতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে নাটোরের সাবেক ক্রিকেটার ও তাইজুল ভক্ত/ফ্যানদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ক্রিকেটার তাইজুল ভক্তরা বলেন, তাইজুল বাংলাদেশ জাতীয় দলের একজন অভিজ্ঞ ও পরিপক্ব ক্রিকেটার। দীর্ঘদিন ক্রিকেট খেলে তিনি নিজেকে প্রমাণ করেছেন। তিনি এখনো দেশের জন্য অপরিহার্য একজন খেলোয়াড়। জাতীয় দলে অতীতের কৃতিত্বপূর্ণ অবদানের কথা বিবেচনা করে জাতীয় দলে তাইজুলের অন্তর্ভুক্তির দাবি জানান বক্তারা। স্পিন আক্রমণ ও ব্যাট হাতে সাবলীল রান করার অসাধারণ ক্ষমতা রয়েছে এই তাজুল ইসলামের। তাই তার জাতীয় দলে ঠাঁই না পাওয়ায় বিস্ময় প্রকাশ করেন মানববন্ধনে অংশ নেওয়া ক্রিকেট ফ্যানরা। বক্তারা দ্রুত তাইজুল ইসলামকে জাতীয় দলে অন্তর্ভুক্তির ক্রিকেট বোর্ডের কাছে দাবি জানান। তা না হলে নাটোরের মানুষ আরও বড় ধরনের আন্দোলনে যাবেন বলে ঘোষণা দেন মানববন্ধনকারীরা।