তাইছি কুংফু প্রতিযোগিতায় রাঙ্গামাটির নিশাত’র ডাবল গোল্ড অর্জন
- আপডেট সময় : ১১:০৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২ ৪৪ বার পড়া হয়েছে
তাইছি কুংফু প্রতিযোগিতায় রাঙ্গামাটির নিশাত’র ডাবল গোল্ড অর্জন
মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
রাঙ্গামাটির ড্রাগন মাশার্ল আট সেন্টার কক্সবাজার জাতীয় তাইছি কুংফু প্রতিযোগিতা ২০২২ এ অংশগ্রহন করে ট্রেডিশনাল কুংফু (জীব-জন্তু স্টাইল) ও সানদা (সরাসরি মারামারি) ৪০ কেজি ক্যাটাগরীতে ডাবল গোল্ড অর্জন করেছে ৫শ শ্রেনীর শিক্ষার্থী রাঙ্গামাটির মেয়ে তাসমিম তাব্বাসুম নিশাত।
রোববার ৩ এপ্রিল দুপুরে রাঙ্গামাটি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে রাঙ্গামাটি ড্রাগন মাশার্ল আট সেন্টারের উদ্যোগে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আয়োজকবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি ড্রাগন মাশার্ল আট সেন্টারের প্রধান প্রশিক্ষক ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান রানা, ড্রাগন মাশার্ল আট সেন্টারের উপদেষ্টা এ্যাডভোকেট আব্দুল গাফ্ফার মুন্নাসহ কক্সবাজার জাতীয় তাইছি কুংফু প্রতিযোগিতায় অংশগ্রহনকারীরা।
সংবাদ সম্মেলনে রাঙ্গামাটি ড্রাগন মাশার্ল আট সেন্টারের প্রধান প্রশিক্ষক ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান রানা জানান, তার নেতৃত্বে কক্সবাজার জাতীয় তাইছি কুংফু প্রতিযোগিতায় রাঙ্গামাটি ড্রাগন মাশার্ল আট সেন্টারের ৭ সদস্য টিম ২৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ২জন মেয়ে, ৪জন ছেলে, ২টি ইভেন্টে অংশগ্রহন করে ডাবল গোল্ডসহ ৫টি সম্মান জনক পদক রাঙ্গামাটিবাসীকে উপহার দেয় যা দেশের জন্য গর্বের বিষয়।
এর মধ্যে ট্রেডিশনাল কুংফু (জীব-জন্তু স্টাইল) ও সানদা (সরাসরি মারামারি) ৪০ কেজি ক্যাটাগরীতে ডাবল গোল্ড অর্জন করেছে রাঙ্গামাটি মেয়ে ৫শ শ্রেনীর ছাত্রী তাসমিম তাব্বাসুম নিশাত, ৮০ কেজি ক্যাটাগরিতে ১টি রোপ্য অর্জন করেন রোধ্য দত্ত, ৫৫ কেজি ক্যাটাগরিতে ১টি রোপ্য অর্জন করেন তারেক হাসান জিসান ও ৫৫ কেজি ক্যাটাগরিতে ১টি ব্রোন্স অর্জন করেন আব্দুল রহমান।