তত্বাবধায়ক সরকার বাংলাদেশে আর আসবেনা- ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০২:০০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১ ১৬৮ বার পড়া হয়েছে
নাটোর প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে তত্বাবধায়ক সরকার আর আসবেনা। বিএনপির এই দিবা স্বপ্ন কখনই সফল হবেনা। যথাসময়ে সাংবিধানিক পন্থায় নিবার্চন কশিনারের অধীনে জাতীয় নিবার্চন অুনষ্ঠিত হবে।
বুধবার (২৪ নভেম্বর) দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ডিজিটাল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে এ কথা বলেন
মন্ত্রী ওবায়দুল কাদের
বনপাড়া কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় সংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল প্রমুখ।