ঢাকার কেরানীগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু
- আপডেট সময় : ১১:৫৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১ ১৮৮ বার পড়া হয়েছে
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ
ঢাকার কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নে পানিতে পরে আরোশা নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আরোশা মোঃ ফয়সাল ও ফাতেমা দম্পতির একমাত্র সন্তান।
নিহত শিশুর দাদা জুলহাস জানান, সকাল ১০ টার দিকে আরোশা তার সাথেই খেলা করছিলো, পরে ওর মা ডেকে বাড়ীতে নিয়ে আসার পর আরোশাকে খুঁজে পাওয়া যাচ্ছিলোনা, পরে পরিবারের সদস্যরা বহু খুঁজাখুঁজির পর বেলা ১১ টার দিকে ঘরের পাশের ডুবায় তাকে ভাসতে দেখে শিশুটিকে উদ্ধার করে প্রথমে রোহিতপুর জেনারেল হাসপাতাল ও পরে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মশিউর রহমান জানান, শিশুটিকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছিলো।
এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সালাম মিয়া জানান, এবিষয়ে তাদেরকে কেউ কিছু জানায়নি।