ডিবি পুলিশ পরিচয়ে রাজশাহীতে চাঁদাবাজি; গ্রেপ্তার এক!
- আপডেট সময় : ০৪:১৮:১৪ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২ ৩৮ বার পড়া হয়েছে
এম এম মামুন, রাজশাহীঃ
রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে চাঁদা দাবি করার সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রাত ১০টার দিকে নগরের সাহেব বাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাঁকে আটক করা হয়। সোমবার (৩১ জানুয়ারী) সকালে একটি চাঁদাবাজি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মোঃ বাবু ওরফে কট্রি বাবু (৩৮)।
সে নগরের বড়কুঠি এলাকার নবাবজান শেখের ছেলে। বাবুর বিরুদ্ধে মাদকদ্রব্য, চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে আগের পাঁচটি মামলা রয়েছে নগরের বিভিন্ন থানায়।
আজ সোমবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা জানিয়েছে, বাবুসহ কয়েকজন প্রতি সপ্তাহে রাজশাহী নগরের কয়েকটি আবাসিক হোটেল থেকে ডিবি পরিচয়ে চাঁদা আদায় করে আসছিলেন। নিয়মিত চাঁদা না দিলে মারপিট, খুন-জখম এবং ডিবির মাধ্যমে আটক করে মামলা দেওয়ার ভয় দেখিয়ে আসছেন তাঁরা। বাবুকে হোটেলমালিকেরা প্রতি সপ্তাহে ১০ হাজার টাকা করে চাঁদা দেন। তবে বাবুর আসল পরিচয় বুঝতে পেরে হোটেলমালিকেরা ডিবি পুলিশকে অবহিত করেন। গোয়েন্দা পুলিশ বাবুর গতিবিধি ও চাঁদাবাজির বিষয়ে তথ্য-প্রমাণ সংগ্রহে সোর্স নিয়োগ করে। পরে রোববার রাত ১০টার দিকে নগরের সাহেব বাজার এলাকার সুরমা আবাসিক হোটেল থেকে তাঁকে আটক করা হয়। তিনি ওই সময় ৫০০ টাকা চাঁদা নিচ্ছিলো।
ডিবি পুলিশ আরও জানান, আটকের পর বাবু পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে, সে ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের নাম ব্যবহার করে বিভিন্ন আবাসিক হোটেল ছাড়াও সাহেব বাজারের কাঁচাবাজার, জুতাপট্টি, মণিচত্বর, জিরো পয়েন্ট ও পদ্মা গার্ডেন এলাকায় চাঁদাবাজি ও ছিনতাই করে আসছে।
নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল বলেন, বাবুর বিরুদ্ধে আজ সকালে নগরের বোয়ালিয়া মডেল থানায় সুরমা আবাসিক হোটেল মালিক মোঃ আফজাল হোসেন একটি চাঁদাবাজি মামলা করেছেন। এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার বিকেলে অভিযুক্ত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।