ঠাকুরগাঁওয়ে ২১০ পিস ইয়াবা সহ আটক-১
- আপডেট সময় : ০৩:৩৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২ ৩৫ বার পড়া হয়েছে
আলমগীর হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে ২১০ পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানাগেছে সোমবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও রোড বাজারের চেয়ারম্যান মার্কেটের দোতলায় অভিযান পরিচালনা করে সোহাগ আলীকে(৩৭) ২১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতে-নাতে আটক করে।
যার বাজার মূল্য একলক্ষ পাঁচ হাজার টাকা। এই সময় তার সাথে থাকা মাদক বিক্রির ১৩০৬০ টাকা উদ্ধার করা হয়। আটককৃত সোহাগ আলী ঠাকুরগাঁও ইসলাম নগরের মৃত জকিমুদ্দিনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর ফরহাদ আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ইয়াবা কারবারির বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে।