ঠাকুরগাঁওয়ে মরিচ ক্ষেতে ছাগল, ৩ দফা সংঘর্ষ; বাড়িতে হামলা
- আপডেট সময় : ০৫:০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২ ৩৫ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে মরিচ ক্ষেতে ছাগল, ৩ দফা সংঘর্ষ; বাড়িতে হামলা
আলমগীর হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে মরিচ ক্ষেতে ছাগল, ৩ দফা সংঘর্ষ; বাড়িতে হামলা। ঠাকুরগাঁওয়ের শীবগঞ্জে এক গৃহস্থের ছাগল এলাকার একটি মরিচ ক্ষেতের গাছ খেয়ে নেয়। তা নিয়ে বেধে যায় দু’পক্ষের ঝগড়া। আর এই ঝগড়া গড়ায় হাসপাতাল ও থানা পর্যন্ত। বৃস্প্রতিবার (২৪ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন ছাগল পক্ষের রোস্তম আলী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার শীবগঞ্জ এলাকার সাদেকুল প্রায় দুইবিঘা জমিতে মরিচের আবাদ করে। বর্তমানে জমির চারা বড় হয়ে ফলনের সময় এসেছে। একই এলাকার রোস্তম আলীর একটি ছাগল সেই ক্ষেতের বেশ কিছু গাছ খেয়ে নষ্ট করে ফেলেন। এ রেসেই শুরু হয় ঝগড়ার সূত্রপাত। তিন দফায় চলে রক্তক্ষয়ী সংঘর্ষ। এতে ছাগল মালিক রোস্তমের স্ত্রী রেহেনা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। এতে মরিচ ক্ষেতের মালিক সাদেকুলের রাগ ক্ষান্ত হলেও নিজেকে শান্ত করতে পারেনি সাদেকুলের স্ত্রী। চতুর্থ দফায় সাদেকুলের স্ত্রী সুমি তার ভাইকে সহ দলবল নিয়ে ছাগল মালিকের বাড়ি ভাংচুর করে।
এ বিষয়ে সাদেকুল বলেন, সব সময় ওদের ছাগল আমার মরিচের ক্ষেতে নামে। মরিচের চারা খেয়ে নষ্ট করে। কিছু বলতে গেলে আমাদের উপরেই তেড়ে আসে। তাই এবার উচিৎ শিক্ষা দিয়েছি। ছাগল মালিক রোস্তম বলেন, আমার ছাগলটা মরিচের গাছ খায়না। জমিতে হয়তো ঘাষ খুঁজতে নেমেছিলো। তারা আমার বাড়ির সবকিছু ভাংচুর করেছে।
ঘটনার সত্যতা নিশ্চত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম জানান, বাড়ি ভাংচুরের সময় ছাগল পক্ষ ৯৯৯ এ কল দিয়েছিলো। ঘটনাস্থলে গিয়েছি। ছাগল পক্ষ লিখিত অভিযোগ করেছে।