ঠাকুরগাঁওয়ে চুরি বেড়েছে, আতঙ্কে ব্যবসায়ীরা
- আপডেট সময় : ০২:৫৫:৫১ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২ ৩৮ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে চুরি বেড়েছে, আতঙ্কে ব্যবসায়ীরা
আলমগীর হোসেন ,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে চুরি বেড়েছে, আতঙ্কে ব্যবসায়ীরা। চলতি বছরেই প্রায় ২০টির মতো চুরির ঘটনা ঘটেছে। সদর উপজেলার রুহিয়ায় ১৯টি দোকানে চুরি হয়েছে।
এতে দোকানের নগত অর্থসহ প্রায় ২৫ লাখ টাকার মতো মালামাল নিয়ে যায় চোরের দল। এসব ঘটনায় থানায় অভিযোগ দিলেও নেওয়া হচ্ছে না কোন ব্যবস্থা। হরহামেশা এসব ঘটনা ঘটলেও প্রশাসনের দৃশ্যমান কোন তৎপরতা নেই। কেবল দায়সারা বক্তব্য দিয়ে নিজেদের দায়িত্ব শেষ করার চেষ্টা করে আইনশৃখলা বাহিনী। জেলা শহরে চুরি বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছে ব্যবসায়ীরা।
অপরদিকে গত বৃহস্পতিবার ভোররাতে শহরের বাসস্ট্যান্ড নামক এলাকায় ঘোষ জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আনুমানিক ১৫ ভরি স্বর্ণ, ১০০ ভরি রুপা ও নগদ দুই লাখ টাকা নিয়ে যায়। এ ঘটনায় কয়েক দিন পেরিয়ে গেলেও পুলিশের কোন ভূমিকা নেই। অভিযোগ নিতেও গরিমশি করছে থানা পুলিশ।
ব্যবসায়ীরা জানান, ঠাকুরগাঁওয়ে একের পর এক দোকান চুরির ঘটনা ঘটছে। চলতি বছরের জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সদর উপজেলায় এপর্যন্ত প্রায় ২০টির মতো দোকানে চুরি হয়েছে। তার মধ্যে রুহিয়ায় ১৯টি আর শহরে একটি। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনা স্থলে ৪/৫ ঘন্টা পর আসে। থানায় অভিযোগ দিতে গেলেও তা আমলে নেয় না। তাহলে ব্যবসায়ীদের নিরাপত্তা দিবে কে?। আমরা কার কাছে যাবো? এইসব দুর্বৃত্ত চোরদেরকে না ধরা হলে একের পর এক দোকান লুট করতে থাকবে।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার কতৃপক্ষের সাথে কথা বলতে গেলে ক্যামেরার সামনে কথা বলবে না বলে জানান তারা।