ঠাকুরগাঁওয়ে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
- আপডেট সময় : ০৫:৫৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১ ১৯৭ বার পড়া হয়েছে
আলমগীর হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।বুধবার জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি পেশ করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঠাকুরগাঁও জেলা শাখা ও জেলা বিএনপির পক্ষ থেকে পৃথক ২টি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে জমা করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমীন, সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অপরদিকে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডঃ মোন সৈয়দ আলী, সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ এনতাজুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ আব্দুল হালিম, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ গোলাম রব্বানী, সিনিয়র আইনজীবী এ্যাডঃ মহসীন আলী, এ্যাডঃ মোঃ আবেদুর রহমানসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবত দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত ও গুরুতর অসুস্থ এবং মৃত্যুপথযাত্রী উল্লেখ করে অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানান নেতারা।