ঠাকুরগাঁওয়ে কমিউনিটি পুলিশ ডে উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- আপডেট সময় : ১২:২৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১ ১৯৬ বার পড়া হয়েছে
আলমগীর হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
“মুজিববর্ষে পুলিশ নীতি জনসেবা আর সম্প্রীতি” এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে
কমিউনিটি পুলিশিং ডে উদযাপন, র্যালি ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার পুলিশ সুপার কার্যালয়ে বেলুন উড়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে কমিউনিটি পুলিশ ডেস উদ্বোধন করা হয় এবং সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএসডিওথর নির্বাহী পরিচালক ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক ডঃ মুহম্মদ শহীদ উজ জামান। এছাড়াও মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন ভুইয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আথলীগের সভাপতি মুহন সাদেক কুরাইশী, সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আথলীগের ধর্ম বিষয়ক সম্পদাক আলহাজ্ব মো: বাবলুর রহমান বাবলু প্রমুখ।
অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে। পরে তর্ক বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং কমিউনিটি পুলিশিং সংক্রান্ত নাটিকা প্রদর্শন, প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরনীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ করা হয়।