ঠাকুরগাঁওয়ে অসহায়ে মাঝে নগদ অর্থ ও শীত বস্ত্র বিতরণ
- আপডেট সময় : ০২:২৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২ ৪৬ বার পড়া হয়েছে
আলমগীর হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় মুসলিম এইড ও ইউকে বাংলাদেশের অর্থায়নে, ইএসডিও’র উদ্যাগে দুস্থ অসহায় মানুষকে করোনা ও শীতকালীন সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (২ফেব্রুয়ারি) দুপুরের ইএসডিওর অফিস চত্বরে ওই উপজেলার ভানোর, পাড়িয়া, ইউনিয়নের ১২০জন দুস্থ মানুষের মাঝে কোভিড-১৯ এর প্যাকেজ, কম্বল, সোয়েটার, টুপি, মোজা, ১০টি মাস্ক, ৫টি সাবান, এক কেজী ডিটারজেন পাউডার, দুই প্যাকেট স্যানেটারী ন্যাপকিন ও নগদ ৩০০০ হাজার টাকা দেওয়া হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদে চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আলী আসলাম জুয়েল।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অধিদপ্তরের অফিসার নাজমুল হুদা, ভানোর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, পাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান ফজলে রাব্বী (রুবেল) সমাজসেবা অধিদপ্তরের সফিউল আলম সরকার, রানীশংকৈল জোনের জোনাল ম্যানেজার ওমর ফারুক, জিব্রীল ইডেন, আহসান হাবিব, আসাদ আলী, লাল বাবু, জাহাঙ্গীর আলম আলমগীর হোসেন সহ ইএসডিও উন্নয়ন কর্মীরা।