ঠাকুরগাঁওয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৪৪:৪০ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১ ৮৭ বার পড়া হয়েছে
আলমগীর হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার সমতল ভূমির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বচ্ছ ও কার্যকর সেবা প্রাপ্তিতে কমিউনিটি ও নাগরিক গ্রুপ সক্রিয়করণ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন-ইএসডিও’র আয়োজনে ও এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় আজ ৩০ অক্টোবর শনিবার ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা পরিষদ হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ইএসডিও প্রেমদীপ প্রকল্পের শাহ আমিনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মামুনুর রশিদ, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী। এ সময় আরো বক্তব্য দেন নারগুন ইউপি চেয়ারম্যান পয়গাম আলী, সালন্দর, জগন্নাথপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা খগেন্দ্র নাথ সরকার, প্রকল্পের উপজেলা ম্যানেজার ঝর্না বেগম প্রমুখ। কর্মশালায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ভূমি কর্মকর্তা ও এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা অংশ নেন। সেখানে বিভিন্ন এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিত সম্প্রদায়ের মানুষেরা তাদের বিভিন্ন সমস্যার বিষয় উত্থাপন করেন।