ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে নিজ শয়ন ঘর থেকে বিউটি শিয়ানের লাশ উদ্ধার

- আপডেট সময় : ০২:৩৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে নিজ শয়ন ঘর থেকে বিউটি শিয়ানের লাশ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বৃহস্পতিবার (২২ মে) সকালে নিজ শয়ন ঘরের সড়ের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে বিনা রাণী বসাক (২৩) নামে এক বিউটি শিয়ানের আত্মহত্যার খবর পাওয়া গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। মৃত বিউটি শিয়ান বিনা রাণী বসাক পৌর শহরের বসাকপাড়ার ১ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত অবিনাশ বসাকের ছেলে বর্গনাথ ছোটর স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সুত্রে যানাযায়, পৌর শহরের কলেজপাড়া মন্দিরে দিবাগত রাতে হরিবাসরে অবস্থান করে। এরপর বাড়িতে গেলে দুজনেই নিজের ঘরে শুয়ে পড়ে। বর্গনাথ ঘুম থেকে উঠে কাজ করতে চলে যান,পরে সকালের নাস্তা করতে বাড়িতে এসে দেখেন তার স্ত্রী ঘরের সড়ের সঙ্গে নিজের ওড়না দিয়ে গলাস ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে। এরপর থানা-পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহা. আরশেদুল হক আরো জানান, প্রাথমিক ভাবে সুরতহাল করে লাশ ময়নাতদন্তের জন্য মরগে পাঠানো হবে। রিপোর্ট পেলেই আসল কারণ জানা যাবে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিধীণ রয়েছে।