ঠাকুরগাঁওয়ে কবরস্থান থেকে পরিবারের ৪ সদস্যের কঙ্কাল চুরি, আতঙ্কে এলাকাবাসি

- আপডেট সময় : ০২:২৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ১৮৭ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে কবরস্থান থেকে পরিবারের ৪ সদস্যের কঙ্কাল চুরি, আতঙ্কে এলাকাবাসি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের একটি কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাবাসির মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এমন পরিস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। আজ সোমবার (২৬ মে) দুপুরে স্থানীয়রা জেলার রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের মিরডাঙ্গী বাজার এলাকার টেকিয়া মহেশপুর কবরস্থান গেলে কঙ্কাল চুরির বিষয়টি জানতে পারে। পরবর্তিতে সেখানে ছুটে যান এলাকাবাসি।
এসময় ওই এলাকার জবিবর রহমান জানান, আমিরুল ইসলাম, রাবেয়া বেগম, জরিফা বেগমসহ চার আত্মীয়কে ওই কবরস্থানে দাফন করা হয়। কেউ মারা গেছেন দু বছর আগে আবার কেউ দেড় বছর আগে। সবশেষ দাফন করা হয় আমিরুল ইসলামকে সাড়ে ৪ মাস আগে। তাদের কারো মরদেহ নেই কবরের ভেতর।
কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে তা স্পস্ট বোঝা যায়। তার কারন প্রতিটি কবরের উপরে দেয়া বাশঁগুলো ছড়িয়ে আছে। কবর থেকে কঙ্কাল বের করেছে তার চিহ্ন রয়ে গেছে। কারা এসব করছে কি কারনে করছে তা নিয়ে চিন্তিত এলাবাসি।
এমন ঘটনার খবর পেয়ে কবরস্থান পরিদর্শনে আসেন উপজেলা থানা পুলিশের কর্মকর্তাগন। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন।
এসময় রাণীশংকৈল থানার এসআই সফিকুল ইসলাম জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তথ্য সংগ্রহ করা হয়েছে। কারা এর সাথে জড়িত তদন্ত করা হবে।
জেলা পুলিশের সুত্র বলছে, গেলো তিন মাসে জেলার পাঁচটি করবস্থানে বেশ কয়েকজনের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। তবে এমন ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হলেও ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কার্যত প্রদক্ষেপ নিতে দেখা যায়নি।