ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাহেন্দ্র-মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষক নিহত

- আপডেট সময় : ০৩:১৪:০১ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাহেন্দ্র-মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষক নিহত
ঠাকুরগাঁওয়ের হরিপুরে সড়ক দুর্ঘটনায় মহেন্দ্র গাড়ির চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী শরীফ হাসান (৩৪) নামে এক প্রাথমিক সহকারি শিক্ষক নিহত এবং মিষ্টার (৩০) নামে একজন গুরুত্বর আহত হয়েছেন।
সোমবার (২ জুন) সকালে নিজ কর্মস্থলে যাওয়ার পথে হরিপুর উপজেলার বেলুয়া নামক স্থানে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত শরীফ ওই উপজেলার ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক। তিনি বনগাঁও গ্রামের ওয়াইজুল হক এর ছেলে।
স্থানীয়রা জানান, নিহত শরীফ বাড়ি থেকে মোটর সাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার পথে ওই স্থানে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই মহেন্দ্র গাড়ির ধাক্কায় চাকার নিচে পরে পিষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যায় তিনি।
হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) শরীফুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।