ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিভিল সার্জন হিসাব রক্ষক নিহত
- আপডেট সময় : ১১:২৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২ ৩৫ বার পড়া হয়েছে
কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে বালুবাহী বেপরোয়া ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
সোমবার (২৪ জানুয়ারি) সকাল ৯ টায় মহাদেবপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের উপজেলার শিবরামপুর মোড়ের হেলিপ্যাড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটর সাইকেল আরোহী উপজেলার সারতা গ্রামের আব্দুস ছামাদের ছেলে ও নওগাঁ সিভিল সার্জন অফিসের হিসাব রক্ষক আবুল কালাম আজাদ (৫৪)।
বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, নিহত আবুল কালাম মোটর সাইকেল যোগে বাড়ি থেকে নওগাঁ সিভিল সার্জন অফিসে যাবার পথে শিবরামপুর মোড়ের হেলিপ্যাড এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ১০ চাকার ডাম্পার ট্রাক তাকে চাপা দেয়। এতে মোটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দূর্ঘটনা কবলিত মোটর সাইকেল, ঘাতক ট্রাক জব্দ করেছে পুলিশ। ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হন বলেও জানান তিনি।
মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকার সর্বত্র শোকের ছায়া নেমে আসে।