টানা চারদিন ধরে পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ
- আপডেট সময় : ০৩:৫২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
টানা চারদিন ধরে পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ
ইতোমধ্যেই গত কয়েকদিন ধরে পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে চলেছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ । তেঁতুলিয়া আবহাওয়া অফিসের রেকর্ড অনুযায়ী শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি। বৃহস্পতিবারও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি। গত ২৪ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি রেকর্ডের মাধ্যমে শুরু হয় মৃদু শৈত্যপ্রবাহ।
সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানিয়েছেন, আজ সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরের হিমেল বাতাসের দাপটে কাবু হয়ে পড়েছে দেশের উত্তরাঞ্চলের জনজীবন। হিমেল বাতাসের সঙ্গে কুয়াশার দাপট বাড়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। তীব্র শীত ও কুয়াশায় শীতজনিত রোগ বাড়ার পাশাপাশি ক্ষয়ক্ষতি হচ্ছে ফসলেরও। রাতের ঘন কুয়াশা আর হিমেল বাতাসের কারণে অনেকটাই থমকে গেছে পঞ্চগড়ের জনজীবন। গতকাল রাত থেকেই বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। সকাল থেকে ঘন কুয়াশায় সামনের পথ পরিষ্কার দেখা যায় না। তাই সড়কগুলোয় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।