টাইগার মিলন হাসপাতালে ভর্তি, খবর নিচ্ছেন প্রতিমন্ত্রী পলক
- আপডেট সময় : ০৪:৪৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২ ৪৪ বার পড়া হয়েছে
টাইগার মিলন হাসপাতালে ভর্তি, খবর নিচ্ছেন প্রতিমন্ত্রী পলক
চ্যানেল এ নিউজ ডেস্কঃ
টাইগার মিলন হাসপাতালে ভর্তি, খবর নিচ্ছেন প্রতিমন্ত্রী পলক। বাংলাদেশ ক্রিকেট দল যেখানে সেখানে গ্যালারিতে বাংলাদেশের পতাকা হাতে ডোরাকাটা বাঘ মানে টাইগার মিলন। টাইগার মিলন হিসেবেই সকলের পরিচিত তিনি। ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়ে গ্যালারির সেই টাইগার মিলন শুয়ে আছেন হাসপাতালের বেডে।
গত ১৩ মার্চ সড়ক দুর্ঘটনার শিকার হয়ে এখন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিষয়টি ফেসবুকে জানিয়েছেন।
প্রতিমন্ত্রী দুর্ঘটনার বিবরণ দিয়ে ফেসবুকে লিখেছেন, ‘আমাদের সকলের অতি পরিচিত মুখ টাইগার মিলন। দেশে কিংবা বিদেশে যেখানেই বাংলাদেশ দলের খেলা হোক বাংলাদেশের পতাকা এবং টাইগার বুকে এঁকে জাতীয় দলের খেলোয়াড় এবং দর্শকদের উৎসাহ দেন তিনি। এ মাসের ১৩ তারিখ রাতে বনশ্রী এলাকায় ট্রাকের সাথে মোটরসাইকেল সংঘর্ষের ঘটনায় মিলনের দুটি পা গুরুতর জখম হয়। বর্তমানে তিনি ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের তৃতীয় তলা বি ওয়ার্ডের ৪৩ নম্বর বেডে চিকিৎসাধীন আছেন।
‘তার অসুস্থতার খবরটি পেয়ে ২৭ তারিখ সন্ধ্যায় আমি আমার একান্ত সহকারী সচিব রণজিৎ কুমার, ব্যক্তিগত কর্মকর্তা একরামুল হক এবং ব্যক্তিগত সহকারী আনোয়ার হোসেনকে পাঠিয়েছিলাম। তার সার্বিক খোঁজখবর নিয়েছি এবং তার উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছি। সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। সবার কাছে তার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করছি’ বলেও ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বাংলাদেশের টাইগার মিলন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমিই অসুস্থতার বিষয়টি প্রতিমন্ত্রী মহোদয়কে জানিয়েছিলাম। তিনি আমার চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। আমি তার প্রতি চিরকৃতজ্ঞ।’