সংবাদ শিরোনাম ::
টাইগারদের শুভ কামনায়-মোঃ কামরুল ইসলাম
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:১৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১ ১৯৫ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ ডেস্কঃ
‘এ’ গ্রুপের প্রতিটি দলের বিরুদ্ধে তোমাদের রয়েছে অনেকগুলো বীরোচিত জয়,
বাংলাদেশের ষোল কোটি প্রাণ বেঁধেছে বুক সে আশায়।
আবারও মুখরিত বাঙ্গলী দেখবে তোমরা ফিরেছ জয়ের ধারায়,
ভুলে যেতে চাই সে সব স্মৃতি প্রিয় মুখগুলোর কপল ভরেছে মুক্তোদানায়।
নিজেকে দিও উজার করে, সাথে চাওয়া বিধাতা হবেন তোমাদের সহায়,
তোমরাই পারবে দেখিয়ে দিতে, তোমাদেরই হবে জয় (ইনশাআল্লাহ)।