ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা দিলেন মনজুরুল হক!

- আপডেট সময় : ০২:৫৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ৭১ বার পড়া হয়েছে
ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা দিলেন মনজুরুল হক!
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুরের ঝিনাইগাতীতে আনুষ্ঠানিকভাবে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক মোঃ মনজুরুল হক। তিনি ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
অবসর গ্রহণের পর থেকে তিনি বিভিন্ন সামাজিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত। একজন সমাজসেবক হিসেবে তার রয়েছে যতেষ্ট খ্যাতি। শিক্ষক হিসেবেও তার ছিলো যথেষ্ঠ সুনাম।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় অনন্ত মার্কেট চত্বরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি। এ সময় তিনি বলেন, ঝিনাইগাতী উপজেলাকে সবচেয়ে উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এবার প্রার্থী হয়েছি। দীর্ঘদিন যাবত গণসংযোগ করে আসছি। যেখানে যাই সেখানেই মানুষ সহযোগিতা ও সমর্থনের প্রতিশ্রুতি দিচ্ছেন। আশা করি বিপুল ভোটে বিজয়ী হবো আমি। আমি বিজয়ী হলে এমপি ও মন্ত্রীদের সাথে যোগাযোগ করে এ উপজেলার যোগাযোগ, চিকিৎসা ব্যবস্থা ও অবকাঠামোসহ সার্বিক উন্নয়ন করে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো। এ সময় উপজেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।