ঝিনাইগাতীতে ৩ শত বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ।

- আপডেট সময় : ১১:০০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে
ঝিনাইগাতীতে ৩ শত বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ।
শেরপুরের ঝিনাইগাতীতে অভিযান চালিয়ে ৩ শত বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে থানা পুলিশ। শনিবার (১৭ মে) ভোরে উপজেলার রাংটিয়া এলাকার এক বৃদ্ধার বাড়ীর পাশে থেকে পরিত্যক্ত অবস্থায় এই মদের বোতলগুলো উদ্ধার করা হয়। তবে মাদক চোরা কারবারিদের কাউকে পুলিশ আটক করতে পারেনি।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন এর সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার দিবাগত রাতে মাদক চোরা কারবারিরা পাচারের উদ্দেশে স্থানীয় রাংটিয়া এলাকায় এক বৃদ্ধার বাড়ীর পাশে ১২ টি বস্তায় ৩০০ বোতল মদ আবর্জনা দিয়ে ডেকে রাখে। শনিবার সকালে ওই বৃদ্ধার প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে থানার এসআই হাসেম এর নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল ঘটনাস্থলে গিয়ে আবর্জনা দিয়ে ঢেকে রাখা ১২টি বস্তায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩’শ বোতল মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। ওসি আরো জানান, উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ টাকা। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।