ঝিনাইগাতীতে ১০০ বোতল ভারতীয় মদসহ তিন কারবারি গ্রেফতার
- আপডেট সময় : ০২:০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ১০২ বার পড়া হয়েছে
ঝিনাইগাতীতে ১০০ বোতল ভারতীয় মদসহ তিন কারবারি গ্রেফতার
শেরপুরের ঝিনাইগাতীতে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় ১০০ বোতল মদ সহ তিন কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে তাদেরকে উপজেলার ডাকাবর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, শেরপুর পৌর শহরের গোপালবাড়ি এলাকার রবিন্দ্রনাথ বণিকের ছেলে রক্তিম বণিক(২০), গৌরীপুর মহল্লার মঞ্জুরুল হকের ছেলে নিহাদ(২০) এবং মনকান্দা এলাকার মৃত আব্দুল ছামাদের ছেলে আমিনুল ইসলাম (৩৬)।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন জানায়, গোপনে সংবাদ পেয়ে থানার ওসি (তদন্ত)রবিউল আজমের নেতৃত্বে সঙ্গীয় অন্যান্য পুলিশ কর্তকর্তাদের অভিযান পরিচালনা করে আমদানী নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ১০০ বোতল ভারতীয় মদ সহ তিন কারবারিকে গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।