ঝিঁনুকের ভেতর আল্লাহর নাম; উৎসুক মানুষের ভীড়!
- আপডেট সময় : ০৫:২১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২ ৩৪ বার পড়া হয়েছে
ঝিঁনুকের ভেতর আল্লাহর নাম; উৎসুক মানুষের ভীড়!
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
ঝিঁনুকের ভেতর আল্লাহর নাম; উৎসুক মানুষের ভীড়! নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের ভট্টপাড়া গ্রামের মাঠে পাওয়া এক ঝিঁনুকের ভেতর খোদাই করা আল্লাহর নাম রয়েছে! ঝিনুকের ভেতরে আরবীতে লিখা ইয়া আল্লাহ। বিষয়টি জানাজানি হলে নারী-পুরুষ নির্বিশেষে শত,শত উৎসুক জনতা ভীড় করছেন ওই ঝিনুকটি এক নজর দেখার জন্য!
মাধনগর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জব্বার এবং স্থানীয় ইউপি মেম্বর আব্দুল হান্নান মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমানে ওই ঝিনুকটি রয়েছে ওই গ্রামের আজাদুল শেখের বাড়িতে।
আজাদুল জানান, গত রবিবার তার স্ত্রী আঙ্গুর বিবি পাশের, মাঠে থেকে ঘাস নিয়ে বাড়ি ফিরছিল। পথে ওই ঝিঁনুকটি পান। ওই ঝিনুক দিয়ে রান্নার পাতিলের ময়লা পরিস্কার করবেন বলে সিদ্ধান্ত নেন। বাড়ি ফিরে ঝিনুকটির
দুই কপাট আলাদা করতেই আরবীতে লেখা ইয়া আল্লাহ দেখতে পান। পরে ঝিনুকটি পরিস্কার করে ধোয়ার পর লেখাটা আরো স্পষ্ট হয়ে ওঠে। প্রতিবেশীদের দেখালে তারাও আশ্চর্য হন। বিষয়টি জানাজানি হলে বিভিন্ন এলাকার মানুষ ভীর করতে থাকে ওই লেখাটি দেখতে।।এসময় ওই ঝিঁনুকে ইয়া-আল্লাহ লেখা দেখে “সুব্হানাল্লাহ” বলে জিকির করতে থাকে অনেকে।
মাধনগর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জব্বার জানান, স্থানীয় মেম্বর আব্দুল হান্নানের কাছ থেকে বিষয়টির সত্যতা জেনেছেন তিনি।
মেম্বর আব্দুল হান্নান বলেন, প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নজরে আসে তার। যেহেতু এলাকাটি তার ওয়ার্ডে, তাই সত্যতা জানতে খোঁজ নেন।
এসময় স্থানীয়রা জানান, তারা ওই বাড়িতে গিয়ে ওই ঝিনুকটি দেখেছেন। এব্যাপারে জানতে চাইলে নলডাঙ্গা থানা জামে মসজিদের ইমাম আবু বক্কর সিদ্দিক বলেন, মহান আল্লাহ সর্ব অবস্থায় বিরাজমান। অনেক সময়, গাছের ছালে, পাথরের গায়ে, মাছের গায়ে এমনকি গোসতের টুকরায়ও আল্লাহর নাম দেখা গেছে। ওই ঝিনুকে লেখা তেমনি আল্লাহর এক মহিমা। এর মাধ্যমে আল্লাহ মানুষকে বোঝাতে চান, তিনি সর্ব অবস্থায় বিরাজমান।