জিআর কর্মসূচির ডিও বিতরণ করলেন এমপি শহিদুল ইসলাম বকুল
- আপডেট সময় : ১০:০৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১ ৩৪২ বার পড়া হয়েছে
ফজলুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
নাটোরের বাগাতিপাড়ায় শারদীয় দূর্গাপূজা- ২০২১ উদযাপন উপলক্ষে জিআর কর্মসূচির আওতায় উপজেলার মোট ২৮ টি পূজামণ্ডবে ১৪ মেট্রিকটন চাউল এর ডিও বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার জিমনেশিয়াম হল রুমে প্রতিটি পূজা মণ্ডপের সভাপতির হাতে খাদ্যশস্য চাল এর ডিও বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খাদ্যশস্য চাল এর ডিও বিতরণ করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংদস মোঃ শহিদুল ইসলাম বকুল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, জেলা সাংস্কৃতিক বিষয় সম্পাদক মোঃ ইউনুস আলী, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য ফরিদা পারভিন, পৌর আ’লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুকুমসর মুখার্জি, পূজা মণ্ডবের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন বিল্পব কুমার দাস বিপু প্রমুখ।