জামনগর ইউপি জাতীয় পার্টির সভাপতি মোস্তফা, সম্পাদক সেলিম
- আপডেট সময় : ১২:৪০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১ ২৬৭ বার পড়া হয়েছে
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ার জামনগর ইউনিয়ন জাতীয় পার্টির দ্বিবার্ষিক কাউন্সিলে কণ্ঠভোটের মাধ্যমে আলহাজ গোলাম মোস্তফা সভাপতি এবং সেলিম রেজা সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে জামনগর ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে উপজেলার জামনগর ডিগ্রি কলেজে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এসময় জামনগর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাগাতিপাড়া উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আব্দুল গণি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাবেক সহসভাপতি আব্দুল মজিদ মন্টু, আবু সাইদ মোঃ হিরন।
এছাড়া আরও বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আজিজুর রহমান এবং সদস্য সচিব আব্দুল খালেক প্রমুখ।
এ সময় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানেই যুগ্ম আহবায়ক আজিজুর রহমান ঈমাজ আলীকে সাংগঠনিক সম্পাদক ও মজিবুর রহমানকে কোষাধ্যক্ষ করে মোট ৭১ সদস্য বিশিষ্ট দুইবছর মেয়াদি একটি পূর্ণাঙ্গ কমিটির ঘোষনা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ আব্দুল গণি।