জমাটবাঁধা কুশায়ায় আচ্ছন্ন দিনভর সূর্যের দেখা মিলেনি পঞ্চগড়ে
- আপডেট সময় : ০৪:২৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
জমাটবাঁধা কুশায়ায় আচ্ছন্ন দিনভর সূর্যের দেখা মিলেনি পঞ্চগড়ে
জমাটবাঁধা কুশায়ায় আচ্ছন্ন ছিল দিনের পুরো সময়। ধোঁয়ার মতো কুশায়া দিনভর বিরাজ করছে। মেঘাচ্ছন্ন আকাশ ও কুয়াশায় শীত জেঁকে বসেছে দিনভর সূর্যের দেখা মিলেনি পঞ্চগড়ে। সকাল থেকেই ঘন কুয়াশা দেখা দেয়। বৃষ্টির মতো কুয়াশাও ঝরেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে।
এদিকে কনকনে শীতে জবুথবু হলেও নিম্ন আয়ের মানুষজনকে ঘর থেকে বের হতে হচ্ছে। তবে সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া খুব একটা বের হচ্ছেন না। শীতের সঙ্গে ঘন কুয়াশায় সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। ব্যাটারি চালিত চার্জার ভ্যান চালক মামুন সাধ্যমত গরম কাপড় পরে জীবিকার জন্য বের হয়েছেন। তিনি বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত তেমন ভাড়া পাননি। মানুষ কম। শীতে একটু কমই মানুষ বের হয়। কয়েক দিন পর অভ্যস্ত হয়ে পড়লে হয়তো বের হবে মানুষ। আবার আলু রোপনের কাজ চলছে জোরালো ভাবে। যা দু চারজন বের হয় শীতের কারনে বের হননি। এদিকে শীত জেঁকে বসায় জেলার বিভিন্ন মোড়ে ও হাট বাজারে শীতের কাপড়ের বিক্রি বেড়েছে। সাধারণত দুপুরের পর থেকে এসব জায়গায় বেচাকেনা শুরু হয়। তবে আজ সকাল থেকেই কাজে নেমে পড়েছেন বিক্রেতারা।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা সামান্য বাড়লেও ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে কনকনে শীত।