জন্ম নিবন্ধনে দেশ সেরা হওয়ায় ইউপি চেয়ারম্যানকে সবংর্ধনা
- আপডেট সময় : ১০:১৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১ ২৩৭ বার পড়া হয়েছে
নাটোর প্রতিনিধিঃ
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধনে নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়ন দেশ সেরা হয়ে পুরষ্কার গ্রহণ করায় বিয়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোঃ মোজাম্মেল হককে সংবর্ধনা দিয়েছে বিয়াঘাট ইউনিয়নের সর্বস্তরের মানুষ।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ১১টায় নয়াবাজার বিশ্বরোডে সমর্থকরা ফুলের মালা দিয়ে তাকে বরণ করে এলাকাবাসী। দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে আনন্দ শোভাযাত্রা করে নয়াবা জার বিশ্বরোড হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ন সড়ক ঘুরে বিয়াঘাট ইউনিয়নে গিয়ে শেষ হয়।সেখানে ইউপি চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হককে ফুলেল শুভেচ্ছা জানান এলাকাবাসী।
উল্লেখ্য গত ৬ অক্টোবর জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঢাকা কাকরাইলে আয়োজিত আলোচনা সভার অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী মো.তাজুল ইসলাম ওই সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করেন বিয়াঘাট ইউপি চেয়ারম্যানে মোঃ মোজাম্মেল হককে।