জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখছেন প্রতিবন্ধী “মিঠুন”
- আপডেট সময় : ১০:০৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১ ২১৯ বার পড়া হয়েছে
ফজলুর রহমান পলাশ, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
মানব জনম বড়ই বিচিত্র। কেউ সুস্থ সবল হয়ে জন্ম গ্রহন করে, মা-ও মাটির ধূলিকনার সংস্পর্শে ও শিক্ষা-দীক্ষা নিয়ে ফুটবলার বার ক্রিকেটার, কুস্তিগীর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কিংবা রাজনৈতিক ব্যাক্তিত্ব এমনকি জনপ্রতিনিধিও হচ্ছেন।
এমনি এখন স্বপ্ন দেখছেন ৩ ফুট উচ্চতায় মিঠুন। শুধু উচ্চতাতেই কন নয় তার ২ হাতই অচল। ছোট বেলায় মাকে হারিয়েও দমে যায়নি মিঠুন আলী। ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে বিএ পাশও করেছেন শারিরীক প্রতিবন্দী মানুষটি। এখন জনসেবা করতে ইউনিয়ন পরিষদের নির্বাচনে ইউপি সদস্য পদে প্রার্থী হয়েছেন।
স্থানিয় সুত্র জানায়, নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামে দরিদ্র পরিবারে জন্ম মিঠুন আলীর। জন্ম থেকে ২ হাত কব্জির ওপর থেকে বাঁকা। বাবা আরজেদ আলী পেশায় একজন দিনমুজুরী। ৮ বছর বয়সে মিঠুনের মা ১৯৯৮ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। বাবা ২য় বিয়ে করলে সৎ মায়ের সাথে থাকেন, দেখে বুঝার উপায় নেই।
মিঠুন জানায়, ২০১১ সালে এসএসসি, ২০১৪ সালে এইচএসসি ও ২০১৮ সালে বাঘা শাহদৌল্লাহ কলেজ থেকে ডিগ্রী পাস করেছেন। প্রতিবন্ধী হওয়ায় ও অর্থনৈতিক সংকট দুটি যেন চাকরি হওয়ার ক্ষেত্রে চরম বাধা।
তাই তিনি মনঃস্থির করেছেব সুখে দুখে সব সময় গ্রামের মানুষের পাশে থেকে সেবা করবেন। এই সিদ্ধান্ত থেকেই এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং দুড়দুড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী হয়েছে।
মা জাহেরা বেগম বলেন, ৪ ভাই-বোন এর মধ্যে মিঠুন বড় সন্তান। মিঠুন চাকরি পেলে চিন্তামুক্ত হতে পারতেন। ছেলে মেম্বার পদে ভোট করছে জন্য তিনি অনেক খুশি। তিনি আশা করেন মহান আল্লাহর রহমতে তার প্রতিবন্ধী বড় ছেলে ভোটে জয়ী হবে।
রাধাকান্তপুর গ্রামের দুলাল মন্ডল বলেন, মিঠুন ছেলে হিসেবে ভালো আমরা দোয়া করি সে যেন জিততে পারে।
ক্ষুদ্র ব্যবসায়ী সাবিনা খাতুন বলেন, আমরা মিঠুনকে এবার ভোট দিবো আশা করি সে জিতে মানুষের পাশে থাকবে।
আগামী ২৮ শে নভেম্বর লালপুরে দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। মিঠুন ৯ নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী।