জনগণ আমার ভালোবাসা, আমার শক্তি, আমার সাহস উঠান বৈঠকে ‘ভোলা’
- আপডেট সময় : ০৩:৫৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১ ২৩৭ বার পড়া হয়েছে
খলিল মাহমুদ, নিজস্ব প্রতিবেদকঃ
চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম ভোলা বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে সে সময় একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরো বলেন, জনগন আমার ভালোবাসা, আমার শক্তি, আমার সাহস।
আমার অভিভাবক জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশনায় এলাকার উন্নয়ন করেছি। চৌগ্রাম ইউনিয়ন কে চোর, ডাকাত, মাদকমুক্ত করেছি। আগামীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে আবারও নৌকা প্রতিক উপহার দেয় চৌগ্রাম ইউনিয়ন কে ডিজিটাল নিরাপদ, শান্তির চৌগ্রাম উপহার দিবো এবং অসমাপ্ত কাজ সমাপ্ত করবো।
শনিবার বিকেল ৪ টায় ছোট চৌগ্রাম বাসস্ট্যান্ডে চৌগ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম ভোলা’র নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ বৈঠকে বক্তব্য রাখেন, , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ রাজ্জাক খাঁন, প্রচার ও প্রকাশনা সম্পাদক, জেলা পরিষদের সদস্য সালাহউদ্দিন আল আজাদ ছানা, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আলতাব হোসেন, যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান, নাটোর জেলা পরিষদের সদস্য সালাউদ্দিন আল আহাজ সানা, চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রায়হান সরদার, সহ সভাপতি গোলাম মোস্তফা বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন যুবলীগের সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সুমন, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইসহাক আলী পান্না, ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিন আলম,সাধারণ সম্পাদক মিদুল পারভেজ জয়, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক তায়লাল হোসেন, মোস্তাক হোসেন,আগুন সহ চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং ইউপি সদস্যবৃন্দ।