ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ বাগাতিপাড়ার সেই মিঠুর চিকিৎসা হবে সিঙ্গাপুরে!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৪২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ ২৪৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ বাগাতিপাড়ার সেই মিঠুর চিকিৎসা হবে সিঙ্গাপুরে!

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যোগ দিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত নাটোরের বাগাতিপাড়ার সেই আব্দুল্লাহ আল বাকী মিঠুর চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। শুক্রবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে পাঠানো হয়। আব্দুল্লাহ আল বাকী মিঠুর পরিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিবারের সদস্যরা জানান, সিঙ্গাপুরের ন্যাশনাল আই হসপিটালে মিঠুর চোখের চিকিৎসা করানো হবে। বাংলাদেশ সরকার তার এই পুরো চিকিৎসার ব্যয়ভার গ্রহন করছে। কয়েকদিন আগে এ সংক্রান্ত সরকারি চিঠি মিঠুকে পাঠানো হয়। অবশেষে শুক্রবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে মিঠু রওনা দেন। এর আগে আব্দুল্লাহ আল বাকী মিঠু জানিয়েছিলেন, গত ৪ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে গিয়ে সিরাজগঞ্জের বেলকুচি থানার কেজির মোড় এলাকায় চোখে-মুখেসহ শরীরের বিভিন্ন অংশে গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হন। গুলিতে তিনি বাম চোখের দৃষ্টি হারান। জাতীয় চক্ষু হাসপাতালে তার চোখে দুই দফা অস্ত্রোপচার করা হলেও কোন লাভ হয়নি। শরীরের বিভিন্ন অংশের আটটি বুলেট এখনো রয়ে গেছে।

তিনি আরো জানান, গুলিবিদ্ধ হওয়ার পর সেদিন মৃত ভেবে লাশের সঙ্গে ফেলে রাখা হয় তাকে। পরে চেতনা ফিরলে চিকিৎসকরা তার চিকিৎসা দেন। তিনি জানান, ২০১৫ সালে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে মেডিকেল রেডিওলজি বিভাগে পাস করেন। এক বছর ধরে সিরাজগঞ্জের বেতিন বাসস্ট্যান্ড এলাকার ড্যাফোডিল ইন স্পেশালিস্ট হাসপাতালে সিটিস্ক্যান করার চাকরি করতেন। দীর্ঘ সময় ধরে অসুস্থ থাকায় তিনি চাকরি হারিয়েছেন। তিনি উপজেলার হাটগোবিন্দপুর এলাকার কৃষক আব্দুল খালেক ও জুলেখা খাতুন দম্পতির ছেলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ বাগাতিপাড়ার সেই মিঠুর চিকিৎসা হবে সিঙ্গাপুরে!

আপডেট সময় : ০৩:৪২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ বাগাতিপাড়ার সেই মিঠুর চিকিৎসা হবে সিঙ্গাপুরে!

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যোগ দিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত নাটোরের বাগাতিপাড়ার সেই আব্দুল্লাহ আল বাকী মিঠুর চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। শুক্রবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে পাঠানো হয়। আব্দুল্লাহ আল বাকী মিঠুর পরিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিবারের সদস্যরা জানান, সিঙ্গাপুরের ন্যাশনাল আই হসপিটালে মিঠুর চোখের চিকিৎসা করানো হবে। বাংলাদেশ সরকার তার এই পুরো চিকিৎসার ব্যয়ভার গ্রহন করছে। কয়েকদিন আগে এ সংক্রান্ত সরকারি চিঠি মিঠুকে পাঠানো হয়। অবশেষে শুক্রবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে মিঠু রওনা দেন। এর আগে আব্দুল্লাহ আল বাকী মিঠু জানিয়েছিলেন, গত ৪ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে গিয়ে সিরাজগঞ্জের বেলকুচি থানার কেজির মোড় এলাকায় চোখে-মুখেসহ শরীরের বিভিন্ন অংশে গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হন। গুলিতে তিনি বাম চোখের দৃষ্টি হারান। জাতীয় চক্ষু হাসপাতালে তার চোখে দুই দফা অস্ত্রোপচার করা হলেও কোন লাভ হয়নি। শরীরের বিভিন্ন অংশের আটটি বুলেট এখনো রয়ে গেছে।

তিনি আরো জানান, গুলিবিদ্ধ হওয়ার পর সেদিন মৃত ভেবে লাশের সঙ্গে ফেলে রাখা হয় তাকে। পরে চেতনা ফিরলে চিকিৎসকরা তার চিকিৎসা দেন। তিনি জানান, ২০১৫ সালে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে মেডিকেল রেডিওলজি বিভাগে পাস করেন। এক বছর ধরে সিরাজগঞ্জের বেতিন বাসস্ট্যান্ড এলাকার ড্যাফোডিল ইন স্পেশালিস্ট হাসপাতালে সিটিস্ক্যান করার চাকরি করতেন। দীর্ঘ সময় ধরে অসুস্থ থাকায় তিনি চাকরি হারিয়েছেন। তিনি উপজেলার হাটগোবিন্দপুর এলাকার কৃষক আব্দুল খালেক ও জুলেখা খাতুন দম্পতির ছেলে।