চারঘাটে ১২ মণ ভেজাল গুড়সহ গ্রেপ্তার ১
- আপডেট সময় : ০৪:৩৫:১০ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২ ৪৪ বার পড়া হয়েছে
চারঘাটে ১২ মণ ভেজাল গুড়সহ গ্রেপ্তার ১
এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
চারঘাটে ১২ মণ ভেজাল গুড়সহ গ্রেপ্তার ১। রাজশাহীর চারঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে ১২ মণ ভেজাল গুড়সহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে চারঘাট থানার একটি পুলিশ টিম শনিবার (২ এপ্রিল) দুপুরে টার দিকে ১২ মণ ভেজাল গুড় ও ভেজাল গুড় তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণসামগ্রী জব্দসহ মোঃ স্বপন ওরফে বাবু (২৫) কে গ্রেপ্তার করেছে। বাবু উপজেলার মেরামতপুর গ্রামের শুকচান আলীর ছেলে।
শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম। তিনি জানান, শনিবার দুপুরে চারঘাট বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট থানার পুলিশের একটি টিম জানতে পারে যে, চারঘাট থানাধীন চারঘাট পৌরসভা এলাকার মেরামতপুর গ্রামে স্বপন ওরফে বাবুর নিজ বসত বাড়ীতে চিনির সাথে বিভিন্ন ধরনের ক্ষতিকর রাসায়নিক পদার্থ ( সোডা, হাইড্রোজ, ডালডা, রং ইত্যাদি) মিশিয়ে ভেজাল গুড় তৈরি করা হচ্ছে।
এরপর উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য মোঃ আলী হাসানের বাসায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে চারঘাট মডেল থানায় একটি মামলা করা হয়েছে।