ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

চারঘাটে ‘সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুত হ’ দেওয়ালে লিখা, আতঙ্কে পরিবার

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৪:১৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫ ১০২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চারঘাটে ‘সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুত হ’ দেওয়ালে লিখা, আতঙ্কে পরিবার

রাজশাহীর চারঘাট উপজেলায়য় দেওয়ালে লিখা হয়েছে ‘সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। এমন কথা লিখে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ফা-আরদ্বীন রহমানের বাড়ির দেয়ালে। রোববার দিবাগত রাতে চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের পশ্চিম বালিয়াডাঙা গ্রামে ফা-আরদ্বীনের বাড়ির দেয়ালে এ কথা লেখা হয়েছে। এটি হত্যার হুমকি বলছেন ফা-আরদ্বীন। ফা-আরদ্বীন রহমানের বাবার নাম বজলুর রহসান। তিনি সিটি পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। দেয়ালের লেখাগুলো দেখার পর তাঁর পরিবারের সদস্যদের মাঝেও আতঙ্ক বিরাজ করছে। এ নিয়ে থানায় একটি অভিযোগ করেছেন ফা-আরদ্বীন রহমান। পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে।

গত ১৮ জুলাই চারঘাট উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল বের করেন শিক্ষার্থীরা। সেই মিছিল থেকে ফা-আরদ্বীন রহমানসহ আট শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁদের জেলাহাজতে পাঠানো হয়। আওয়ামী সরকারের পতনের পরদিন তিনি মুক্তি পান।
ফা-আরদ্বীনের দাবি, তিনি শেখ হাসিনার সরকারকে স্বৈরাচার তকমা দিয়ে ফেসবুকে সোচ্চার ছিলেন। তাই জেলে থাকা অবস্থায় ২১ জুলাই রাতে কারাগারের টর্চার সেলে নিয়ে হাত-পা বেঁধে শারীরিক নির্যাতন করা হয়। এখনও তিনি ঠিকমতো হাঁটতে পারেন না। এ অবস্থায় বাড়ির দেয়ালে মৃত্যুর হুমকি পাওয়ায় তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন।

ফা-আরদ্বীন রহমান বলেন, রোববার রাতে ১০টার দিকে বাবার সাথে বাজার থেকে বাসায় ফিরি। এ সময় দেয়ালে লেখাটি দেখতে পাই। বিকালেও লেখাটি ছিল না। অধিকাংশ সময় বাবা-মা বাড়িতে একা থাকেন। তাঁদের নিরাপত্তার কথা হবে আতঙ্কিত হচ্ছি। এ বিষয়ে থানায় অভিযোগ করেছি।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, এ বিষয়ে ফা-আরদ্বীন রহমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।জড়িতদের খোঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চারঘাটে ‘সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুত হ’ দেওয়ালে লিখা, আতঙ্কে পরিবার

আপডেট সময় : ০৪:১৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

চারঘাটে ‘সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুত হ’ দেওয়ালে লিখা, আতঙ্কে পরিবার

রাজশাহীর চারঘাট উপজেলায়য় দেওয়ালে লিখা হয়েছে ‘সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। এমন কথা লিখে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ফা-আরদ্বীন রহমানের বাড়ির দেয়ালে। রোববার দিবাগত রাতে চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের পশ্চিম বালিয়াডাঙা গ্রামে ফা-আরদ্বীনের বাড়ির দেয়ালে এ কথা লেখা হয়েছে। এটি হত্যার হুমকি বলছেন ফা-আরদ্বীন। ফা-আরদ্বীন রহমানের বাবার নাম বজলুর রহসান। তিনি সিটি পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। দেয়ালের লেখাগুলো দেখার পর তাঁর পরিবারের সদস্যদের মাঝেও আতঙ্ক বিরাজ করছে। এ নিয়ে থানায় একটি অভিযোগ করেছেন ফা-আরদ্বীন রহমান। পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে।

গত ১৮ জুলাই চারঘাট উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল বের করেন শিক্ষার্থীরা। সেই মিছিল থেকে ফা-আরদ্বীন রহমানসহ আট শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁদের জেলাহাজতে পাঠানো হয়। আওয়ামী সরকারের পতনের পরদিন তিনি মুক্তি পান।
ফা-আরদ্বীনের দাবি, তিনি শেখ হাসিনার সরকারকে স্বৈরাচার তকমা দিয়ে ফেসবুকে সোচ্চার ছিলেন। তাই জেলে থাকা অবস্থায় ২১ জুলাই রাতে কারাগারের টর্চার সেলে নিয়ে হাত-পা বেঁধে শারীরিক নির্যাতন করা হয়। এখনও তিনি ঠিকমতো হাঁটতে পারেন না। এ অবস্থায় বাড়ির দেয়ালে মৃত্যুর হুমকি পাওয়ায় তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন।

ফা-আরদ্বীন রহমান বলেন, রোববার রাতে ১০টার দিকে বাবার সাথে বাজার থেকে বাসায় ফিরি। এ সময় দেয়ালে লেখাটি দেখতে পাই। বিকালেও লেখাটি ছিল না। অধিকাংশ সময় বাবা-মা বাড়িতে একা থাকেন। তাঁদের নিরাপত্তার কথা হবে আতঙ্কিত হচ্ছি। এ বিষয়ে থানায় অভিযোগ করেছি।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, এ বিষয়ে ফা-আরদ্বীন রহমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।জড়িতদের খোঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।