চাটমোহরে চিকিৎসার অভাবে রুগী মৃত্যুর অভিযোগ!
- আপডেট সময় : ০৬:৪৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১ ২২৭ বার পড়া হয়েছে
চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রুগী ভর্তির পর ডাক্তারদের অবহেলায় সালেহা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা রুগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
বুধবার সকাল ১১টায় ভর্তির পর বেলা ৩টায় ঐ বৃদ্ধার মৃত্যু হয়।
নিহত বৃদ্ধা সালেহা খাতুন চাটমোহর মথুরাপুর ইউনিয়নের সাড়োয়া গ্রামের শামসুদ্দিন মোল্লার স্ত্রী।
নিহতের ছোট ছেলে আবুল কালাম আজাদ ছানা বলেন, বুধবার সকালে আমার বড় ভাই আব্দুস সালাম শারীরীক ভাবে অসুস্থ হয়ে পড়লে আমার পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অসুস্থ বড় ভাইকে দেখার জন্য সকাল ১১টায় আমার মা সালেহা খাতুন হাসপাতালে যান। সেখানে যাওয়ার পরে হঠাৎ মা ও অসুস্থ হয়ে পড়েন। এরপর ডাক্তার তাকে প্রাথমিক ভাবে দেখে ঔষুধ লিখে হাসপাতালে ভর্তি করে বেডে পাঠিয়ে দেন। আমরা ঔষধ নিয়ে এসে দুই ঘন্টা অপেক্ষা করেছি, বারবার ডাক্তার, নার্সদের ডেকেছি তারা আমার মায়ের কাছে আসেনি এবং কোন চিকিৎসা দেয়নি। বেলা ৩টার দিকে আমার অসুস্থ মা হাসপাতালেই বিনা চিকিৎসায় আমাদের চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
তিনি আরো জানান, আজ আমার মা বিনা চিকিৎসায় হাসপাতালে মারা গেলো শুধু ডাক্তারদের অবহেলায়। আমি এই সকল অপরাধী ডাক্তারদের শাস্তি চাই। আমি আগামীকাল এই সকল ডাক্তারদের শাস্তি দাবী করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিবো।
ঘটনার বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুল বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে ভুক্তভোগীরা আমার নিকট লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে অবশ্যই দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম বলেন, আমি ঘটনাটি আপনার মাধ্যমেই জানলাম। আমি এখনই বিষয়টি খতিয়ে দেখবো এবং সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করবো।