চাকা লাগানো জুতা দিয়ে হাটতে গিয়ে বাগমারায় যুককের মৃত্যু
- আপডেট সময় : ০২:৪৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২ ৪৩ বার পড়া হয়েছে
চাকা লাগানো জুতা দিয়ে হাটতে গিয়ে বাগমারায় যুককের মৃত্যু
এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
চাকা লাগানো জুতা দিয়ে হাটতে গিয়ে বাগমারায় যুককের মৃত্যু। রাজশাহীর বাগমারায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবকের নাম এরশাদ আলী (১৫)।
শনিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মচমইল বাজারে ইট বোঝায় ট্রলির সাথে ধাক্কা লেগে পাকা রাস্তায় উপর পড়ে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়।
নিহত এরশাদ আলী নওগাঁ জেলার আরজি নওগাঁ গ্রামের রহিদুল ইসলামের ছেলে। এরশাদ আলী কয়েকদিন পূর্বে মচমইল গ্রামে তার খালুর বাসায় বেড়াতে আসেন। দীর্ঘ দিন থেকে নিহত এরশাদ আলী চাকা লাগানো জুতা পায়ে দিয়ে রাস্তায় ঘুরে বেড়াতেন। সেই চাকা লাগানো জুতাই আজ কাল হয়ে দাঁড়ালো তার জীবনে। খালুর বাসার কাউকে না জানিয়ে বের হন রাস্তায়। বাসা থেকে সামান্য দূরে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা।
পাশের একটি ইট ভাটা থেকে ইট বোঝায় করে ওই পথেই যাচ্ছিল ট্রলি। এরশাদ আলী নিয়ন্ত্রণ হারিয়ে সেই ট্রলির সাথে মুখোমুখী ধাক্কা লাগে। সাথে সাথে পাকা রাস্তায় ছিটকে পড়ে এবং মাথা ফেঁটে সেখানেই মৃত্যু হয় তার। পরে স্থানীয় ব্যবসায়ীরা ছুটে এসে নিহতের লাশ ঘিরে নেই। এর ফলে ওই রাস্তার সাময়িক ভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পর ইট ভাটার মালিক অমর সরকার ঘটনাস্থলে গিয়ে পরিবারের লোকজনের সাথে দেখা করে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।